উত্তরাখণ্ডের কেদারনাথে গান্ধী সরোবরে তুষারধস

গলে গিয়েছিল ৩৮০০ মিটার উচ্চতায় থাকা চোরাবাড়ি হিমবাহ। সেই হিমবাহ গলা জল-কাদা মন্দাকিনী নদীর খাদ বেয়ে নেমে আসে।

Must read

আজ ভোর ৫টা নাগাদ উত্তরাখণ্ডের (Uttarakhand) কেদারনাথে (Kedarnath) গান্ধী সরোবরে তুষারধসের ঘটনা ঘটে। ভাইরাল এক ভিডিয়োতে দেখা গিয়েছে, পাহাড়ের কোল বেয়ে নিচে নেমে আসছে তুষারধস। রুদ্রপ্রয়াগের সিনিয়র পুলিশ সুপার ডঃ বিশাখা অশোক ভাদানে জানান আজকের এই ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। এই মর্মে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানান, বছরের এই সময়ে এরকম তুষারধস মাঝেমধ্যেই হয়। এই তুষারধস কোনও অস্বাভাবিক ঘটনা নয়। পাহাড়ের ওপরের অংশে ভারী তুষারপাত হলে সেটা পাহাড় বেয়ে নেমে আসে। এদিন কেদারনাথ মন্দিরের পিছনে চোরাবাড়ি এলাকায় নেমে আসে হিমবাহ। গান্ধী সরোবরের উপর দিয়ে বয়ে যায় এই তুষারধস।

আরও পড়ুন-‘পুরুষদের বাড়িতে মদ খেতে বলুন’, পরামর্শ বিজেপি নেতার, দেশজুড়ে নিন্দার ঝড়

গত মাসে চারধাম যাত্রা শুরু হয়েছে। এই মাসের শুরুর দিকে কেদারনাথ ধামে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। ৬ জুন পর্যন্ত দেখা গিয়েছে এই সংখ্যা ৭ লক্ষেরও বেশি ছাড়িয়ে গেছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক তরফে খবর, ১০ মে থেকে মাত্র ২৮ দিনে মোট ৭,১০,৬৯৮ জন তীর্থযাত্রী কেদারনাথ ধামে যাত্রা করেছেন। উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই চারধাম যাত্রায় আসা তীর্থযাত্রীদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করেছে। রাজ্যের মুখ্যসচিব রাধা রাতুরি ২২ শে মে বাধ্যতামূলক নিবন্ধকরণের বিজ্ঞপ্তি জারি করেছিলেন।

আরও পড়ুন-টি ২০ থেকে অবসর ঘোষণা করলেন রবীন্দ্র জাদেজা

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৬ জুন প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কেদারনাথ সহ উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চল। গলে গিয়েছিল ৩৮০০ মিটার উচ্চতায় থাকা চোরাবাড়ি হিমবাহ। সেই হিমবাহ গলা জল-কাদা মন্দাকিনী নদীর খাদ বেয়ে নেমে আসে। আজ রবিবার ফের একবার এভাবে তুষারধস মনে করিয়ে দিল সেই পুরোনো বিপর্যয়ের স্মৃতি।

Latest article