বদ্রীনাথে ভয়ঙ্কর তুষারধস (Avalanche Strikes)। শুক্রবার সকাল থেকেই মানা-ঘাসতোলির মাঝে উত্তরাখণ্ডের জাতীয় সড়কের উপর বরফের নীচে আটকে ৫৭ কর্মী। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে উদ্ধারকাজ চালানো হচ্ছে বলে খবর মিলেছে। ভয়াবহ ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আরও পড়ুন- কর্তব্যরত অবস্থায় হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর! চাঞ্চল্য
প্রশাসন সূত্রে জানা খবর, বদ্রীনাথ ধামের কাছে যাঁরা তুষারধসে (Avalanche Strikes) চাপা পড়েছেন তাঁরা প্রত্যেকেই রাস্তা সারাইয়ের কর্মী। ঠিকাদার সংস্থার নির্দেশ মেনে তাঁরা অন্যান্যদিনের মতো শুক্রবার সকালেও কাজ করছিলেন। চামোলির কিছু কিছু এলাকায় বেশ কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছিল। এরই মধ্যে বদ্রীনাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে হাইওয়ের কাছে তুষারধস নামে। আপাতত উত্তরাখণ্ডের ঘাসতোলির কাছে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দশজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।