পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাধন পান্ডের শেষকৃত্য, নিমতলা মহাশ্মশানে শেষ শ্রদ্ধা জানালেন অভিষেক

Must read

সুব্রত মুখোপাধ্যায়ের পর সাধন পান্ডে। আরেক বর্ষীয়ান ও বর্ণময় নেতার প্রয়াণে শোকোস্তব্ধ তৃণমূল কংগ্রেস পরিবার। মন্ত্রী সাধন পান্ডেকে রাজ্য বিধানসভায় শেষশ্রদ্ধা জানাতে হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তর কলকাতার নিমতলা মহাশ্মশানে মন্ত্রীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে অপরাজেয় এই বিধায়কের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। এর আগে গতবছর ৫ নভেম্বর রাজ্যের আরেক বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানাতেও কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন অভিষেক।

আরও পড়ুন – অনিসের মৃত্যুর তদন্তে সিট গঠন মুখ্যমন্ত্রীর

এদিন নিমতলা শ্মশানঘাটে সাধন পান্ডেকে শ্রদ্ধা জানাতে গিয়ে সাধনবাবুর কন্যা শ্রেয়া পান্ডেকে সমবেদনা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রয়াত নেতাকে সম্মান জানিয়ে একটি পোস্ট করেন।

অভিষেক লেখেন, “বাংলার রাজনীতির ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাধন পাণ্ডে। যখনই যে কাজের দায়িত্ব তাঁর কাঁধে অর্পিত হয়েছে, তিনি নিষ্ঠার সাথে তা পালন করেছেন। তাঁর দেহাবসান হলেও, আমাদের হৃদয়ে তাঁর চিরস্থায়ী অধিষ্ঠান। আজ নিমতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। তাঁর শোকসন্তপ্ত আত্মীয়-পরিজন ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তাঁর আদৰ্শ ও উপদেশ আগামীদিনেও আমাদের পথ দেখাবে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।”

Latest article