সোমনাথ বিশ্বাস, আগরতলা : বিজেপির হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। গ্রেফতার হয়েছিলেন সায়নী ঘোষ। এই পরিস্থিতিতে ত্রিপুরা গিয়ে আক্রান্তদের বাড়ি গিয়ে দেখা করলেন অভিষেক। দেখা করলেন আক্রান্ত তৃণমূল প্রার্থীদের সঙ্গেও। তারপর দিলেন পাশে থাকার বার্তা ।
রবিবার বারবার থানায় দলীয় নেতৃত্বের আক্রান্ত হওয়া, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmik) বাড়ি-গাড়ি ভাঙচুর এবং সায়নী ঘোষকে (Sayani Ghosh) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতারের ঘটনায় রাতেই আগরতলা যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু বিমানবন্দরের জটিলতার কারণে সেটা করা সম্ভব হয়নি। সোমবার, সকালে আগরতলা পৌঁছেই দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন অভিষেক। বিকেলে সাংবাদিক বৈঠকের পরই তিনি সোজা উপস্থিত হন সুবল ভৌমিকের বাড়িতে। সেখানে রবিবার তাণ্ডব চালায় বিজেপির (Bjp) গুন্ডাবাহিনী। দেখা করে পাশে থাকার আশ্বাস দেন আক্রান্ত তৃণমূল প্রার্থীদের।
আরও পড়ুন : অভিজ্ঞতা বিক্রি হয় না বাজারে, রাহানে ও পূজারাকে নিয়ে শাস্ত্রী
রবিবার, গেরুয়া বাহিনীর হামলায় রক্তাক্ত হন তৃণমূলের (Tmc) বেশ কয়েকজন প্রার্থী-নেতা-কর্মী। সকালেই তাঁদের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দেন অভিষেক। সন্ধেতেও তাঁর ব্যতিক্রম হল না। সুবল ভৌমিকের বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থী-সহ নেতা-কর্মীদের সঙ্গে দেখা করে মনোবল বাড়িয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আপনারা ভয় পাবেন না। আমি সব সময় পাশে আছি। যখনই প্রয়োজন বলবেন, আমি চলে আসব।”
একইসঙ্গে পুরভোটের পোলিং এজেন্টদের বলেন, “যতই বিজেপির তরফ থেকে ভয় দেখানো হোক না কেন, পেয়ে রুখে দাঁড়ান।” অভিষেক বলেন, ২৫ বছরের বাম শক্তিকে আপনারা ক্ষমতাচ্যুত করেছেন। এই কদিনের বিজেপি সরকারকে আপনারা নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারবেন। দলের নেতা-কর্মীদের একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের এই ভূমিকায় উজ্জীবিত তৃণমূলের প্রার্থী-নেতা-কর্মীরা। এই বার্তার পরে নতুন করে লড়াইয়ের সাহস পেয়েছেন তাঁরা।