পুরুষতান্ত্রিক মন্তব্য না করার পরামর্শ দিল শীর্ষ আদালত

Must read

প্রতিবেদন : কোনও মামলার বিচারের সময় যে কোনও ধরনের পুরুষতান্ত্রিক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য দেশের সমস্ত আদালতকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট (Patriarchal- Supreme Court)। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি এস নরসিমার এক বেঞ্চ এই পরামর্শ দিয়েছে। সাত বছরের এক বালককে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তের মৃত্যদণ্ডের সাজা হয়। তারই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলার সময় এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির মৃত্যুদণ্ড খারিজের আবেদন আগেই নাকচ করেছিল সুপ্রিম কোর্ট (Patriarchal- Supreme Court)। সেই সময় শীর্ষ আদালত বলে, নাবালককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। একমাত্র পুত্র হারানোর বেদনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মৃত নাবালকের বাবা-মা। কারণ ওই বালকের খুনের পর মা-বাবার ভবিষ্যৎ কী হবে, বৃদ্ধ বয়সে কে তাঁদের দেখবে এসব কিছুই ভাবতে হবে। এটা শুধু একটা নৃশংস খুন নয়, একটা পরিবারকে চরম সমস্যায় ফেলে দেওয়া। আদালতের এমন মন্তব্য নিয়েই নতুন করে প্রতিক্রিয়া দিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। চন্দ্রচূড় নিজে সেই রায়ে লিখেছেন, এইরকম ভয়ঙ্কর খুনের মামলায় আদালতের এটা মোটেই বিচার করার কথা নয় যে খুন হওয়া শিশুটি কন্যাসন্তান, নাকি পুত্রসন্তান। নিহত শিশুর লিঙ্গ যাই হোক না কেন, ঘটনাটি একইরকম দুর্ভাগ্যজনক। কেবল পুত্রসন্তান হওয়ার কারণে সে ভবিষ্যতে মা-বাবার দায়িত্ব নিত, এমন ভাবনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয় আদালতের। পিতৃতন্ত্রের ধারক-বাহক মন্তব্য থেকে বিরত থাকা উচিত কোর্টের।

আরও পড়ুন: বিলকিসের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

Latest article