প্রতিবেদন : রাজ্য সরকার প্রত্যেক বছরের মতো এবারও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবে। আগামী ১ জুন বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-এসএসকেএম-এ হৃদ্রোগের আধুনিক চিকিৎসা ইউনিট
তিনিই কৃতীদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। প্রথমে ঠিক হয়েছিল, ৬ জুন, ধনধান্য স্টেডিয়ামে এই কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। তবে, পরবর্তীকালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বরাবরই বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার প্রসারে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে তফসিলি জাতি, উপজাতি ও সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একাধিক সুযোগ-সুবিধা করে দিয়েছেন। তারই উদ্যোগে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে। শুরু হয়েছে বিবেকানন্দ স্কলারশিপ। যা আগামী ১৬ জুন খুলে দেওয়া হবে পোর্টালের মাধ্যমে। ওখানেই আবেদন জানাতে পারবেন ছাত্র-ছাত্রীরা।