সংবাদদাতা, হাওড়া : বর্ষায় হাওড়া শহরে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে পুরনিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা শুরু করছে। কিভাবে শহরবাসীকে সচেতন করা হবে সেই ব্যাপারে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল। শরৎ সদনে আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরে স্বাস্থকর্মীদের কিভাবে মানুষকে সচেতনতার বার্তা দিতে হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেন হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পদস্থ আধিকারিকরা। এই বর্ষায় কোথাও কোনও খোলা জায়গায় যেমন জল জমিয়ে রাখা চলবে না তেমনি বাড়ির আশাপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার কথাও বলা হবে। সেই সঙ্গে অবশ্যই রাতে মশারি টাঙিয়ে শুতে বলা হবে।
আরও পড়ুন-দালাল তাড়ালেন পুরপ্রধান রবীন্দ্রনাথ
পাশাপাশি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চলা সেইসঙ্গে প্রয়োজনে দ্রুত রক্ত পরীক্ষা করানোর কথাও বলা হবে। এইরকমই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে মানুষকে কিভাবে সচেতন করতে হবে তা পুরনিগমের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ শিবিরে বুঝিয়ে দেওয়া হয়। এদিন থেকেই হাওড়া শহর জুড়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার কাজ শুরু করে দেন স্বাস্থ্যকর্মীরা। হাওড়া প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী বলেন ‘মানুষ ঠিকঠাক সচেতন হলেই ডেঙ্গু ও ম্যালেরিয়াকে রুখে দেওয়া সম্ভব। তাই বর্ষার সময় যাতে কোনভাবেই মশাবাহিত ওই রোগ শহরে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য এখন থেকেই কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার কাজ শুরু করেছে।