সংবাদদাতা, বালুরঘাট : পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু রুখতে জোরকদমে প্রচার চালানো হচ্ছে। বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর হাত থেকে সচেতন থাকার জন্য বালুরঘাট পুরসভার পক্ষ থেকে লাগানো হয়েছে পোস্টার।
আরও পড়ুন-২০ লাখ তাঁত শ্রমিককে নিয়ে সংগঠন
বালুরঘাট পুরসভার তরফে ডেঙ্গু প্রতিরোধ টিম বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছে। এই বিষয়ে ডেঙ্গু প্রতিরোধ টিমের সদস্য রেণুকা সাহা জানান ডেঙ্গু নিয়ে পুর নাগরিকদের সচেতন করতে তাঁরা অভিযানে নেমেছেন, তাঁরা প্রতিটি বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতন থাকার বিষয়ে পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে বর্ষাকালে জল জমতে না দেওয়া, মশাবাহিত রোগ থেকে রক্ষা পেতে মশারি ব্যবহারে জোর দেওয়া, জ্বর-গায়ে হাতে পায়ে ব্যথা, গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি সঙ্গে বমি— এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।