নয়াদিল্লি: প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর (PM awas yojana) প্রকল্পের আওতায় নির্মিত বহু ঘর দেশজুড়ে খালি পড়ে রয়েছে। বসবাসযোগ্য ন্যূনতম পরিকাঠামোই নেই। কেন্দ্রীয় আবাস (PM awas yojana) প্রকল্পের এই বেহাল দশা এবার সংসদে নিজেরাই মেনে নিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারীর এক প্রশ্নের জবাবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তোখন সাহু জানান, সারা দেশে এই প্রকল্পের অধীনে অনুমোদিত ১২২.০৬ লক্ষ বাড়ির মধ্যে এখনো পর্যন্ত ৯৬.০২ লক্ষ বাড়ির নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৯৩.৩৯ লক্ষ বাড়িতে উপভোক্তারা বসবাস শুরু করেছেন। অর্থাৎ, নির্মাণ শেষ হওয়া সত্ত্বেও প্রায় ২.৬৩ লক্ষ বাড়ি এখনও খালি পড়ে রয়েছে। সংসদে লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, নির্মিত ঘরগুলো খালি পড়ে থাকার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে থাকা এই বাড়িগুলিতে বসবাসের ন্যূনতম পরিকাঠামোই নেই। এর মধ্যে অন্যতম প্রধান কারণ হল রাস্তা, জল এবং বিদ্যুতের মতো মৌলিক পরিকাঠামোর কাজ শেষ না হওয়া। এছাড়াও উপভোক্তাদের নিজস্ব রুজি-রুটির সংস্থান বা পরিচিত সামাজিক পরিবেশ ছেড়ে দূরে গিয়ে বসবাস করতে অনীহা এবং প্রকল্পের জন্য প্রয়োজনীয় নিজস্ব আর্থিক অংশীদারিত্ব প্রদানে অক্ষমতাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে নথিপত্র সংক্রান্ত জটিলতা এবং বরাদ্দ প্রক্রিয়ায় বিলম্বের কারণেও যোগ্য উপভোক্তারা বাড়িতে প্রবেশ করতে পারছেন না।
আরও পড়ুন-দেশে অবৈধ সিএনজি কিটের তথ্য নেই
কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলির ঘাড়ে দায় ঠেলে আরো জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-নগর প্রকল্প একটি চাহিদানির্ভর প্রকল্প এবং এর রূপায়ণের পুরো দায়ভার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওপর ন্যস্ত। কেন্দ্রীয় সরকারের সাফাই, উপভোক্তা নির্বাচন থেকে শুরু করে প্রকল্পের কাজ শেষ করে বরাদ্দ দেওয়া—সবটাই সংশ্লিষ্ট রাজ্যগুলির মাধ্যমে পরিচালিত হয়। মন্ত্রী বলেন, প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী অভ্যন্তরীণ রাস্তা, পয়ঃপ্রণালী এবং বিদ্যুৎ সংযোগের মতো পরিকাঠামো রাজ্যগুলিকে নিজস্ব তহবিল বা অন্য প্রকল্পের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। ২০১৫ সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে অনুমোদিত বাড়িগুলোর কাজ শেষ করা যায়। পাশাপাশি, গত সেপ্টেম্বর মাস থেকে ‘পিএমএওয়াই-নগর ২.০’ মিশন চালু করা হয়েছে, যার লক্ষ্য আগামী পাঁচ বছরে আরও ১ কোটি পরিবারকে মাথার ওপর ছাদ দেওয়া। খালি পড়ে থাকা বাড়িগুলোতে দ্রুত উপভোক্তাদের পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার নিয়মিত রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক করছে এবং পরিকাঠামো দ্রুত শেষ করার পরামর্শ দিচ্ছে।

