প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত অয়ন শীলের দুর্নীতির হাতেখড়ি বাম জমানায়। হুগলি জেলা দিয়েই তার দুর্নীতি শুরু বলে দাবি করেছে ইডি। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাম জমানায় হুগলি জেলা পরিষদের নিয়োগের বরাত পেয়েছিল ওই অভিযুক্ত। সিপিএম নেতাদের মদতে এই দুর্নীতি বলে অভিযোগ।
আরও পড়ুন-সংখ্যালঘুরা জানেন কে তাঁদের বন্ধু, বনগাঁ জেলা কর্মী সম্মেলনে জয়প্রকাশ
১ লক্ষ ২৪ হাজার আবেদনকারী ছিল। যার নিয়োগের মূল্য ছিল ৯ লক্ষ ৫০ হাজার টাকা। তদন্তকারী সংস্থার সূত্রের খবর, তিন বছর ধরে অর্থাৎ ২০০৬-২০০৯ পর্যন্ত গোটা হুগলি জেলায় অয়নের হাত ধরে চাকরি পেয়েছেন অনেকেই। অয়নের সংস্থা এবিএস ইনফোসিস প্রাইভেট লিমিডেট এই কাজ করেছে। এজন্য সিবিআইকে ইডির তরফে চিঠি দিয়ে তদন্তের জন্য বলা হয়েছে। ইনফোসিস রাজ্যের প্রায় ৬০ থেকে ৭০ পুরসভাতে কর্মী নিয়োগও করেছে। এর সত্যতা দেখা হচ্ছে। বাম আমলেও যে নিয়োগে দুর্নীতি হয়েছে এই ঘটনা তারই প্রমাণ।
আরও পড়ুন-পর্যালোচনা সভায় ঐক্যবদ্ধ তৃণমূল পরিবারের ছবি
অয়ন শীল বাম জমানায় এই নিয়োগের সঙ্গে যুক্ত থাকার খবর বেরিয়ে পড়তেই আলোড়ন উঠেছে। বিশেষ করে হুগলি জেলায়। ওই সময় সিপিএমের কোন কোন নেতা ও মন্ত্রীর সঙ্গে অভিযুক্তের নিয়মিত ওঠাবসা ছিল তার খোঁজখবর করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে অনুমান, নিয়োগ দুর্নীতিতে অয়ন সংগঠিত একটি র্যাকেট তৈরি করেছিল। যা শুরু হয়েছিল সিপিএম জমানায়। এখন প্রশ্ন, এদের বিরুদ্ধে কংগ্রেস ও বিজেপি কী বলে?