ভ্যাকসিন ছাড়া অযোধ্যা পাহাড়ে প্রবেশ নিষিদ্ধ

Must read

সঞ্জীব গোস্বামী, পুরুলিয়া : পর্যটনের কারণে জেলায় করোনা যাতে না ছড়িয়ে পড়ে সেজন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেওয়া না থাকলে হোটেল বা লজে জায়গা পাচ্ছেন না পর্যটকরা। একদিনের জন্য বেড়াতে এসে হোটেলে খেতে গেলেও কমপক্ষে সিঙ্গল ডোজ নেওয়ার প্রমাণপত্র সঙ্গে থাকতে হবে। সোমবার একথা জানান জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : কাজে গতি আনতে হবে কর্মী নিয়োগ

তিনি বলেন, এবছর পুজোর পর শেষ নিম্নচাপ কেটে যেতেই জেলায় শীতের আমেজ শুরু হয়েছে। পাহাড়ে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। কিন্তু পুজোর পর রাজ্যে করোনাও নতুন করে ছড়াচ্ছে। তুলনামূলকভাবে পুরুলিয়ায় সংক্রমণ কম, জেলায় এখন মাত্র ২৭ জন করোনা রোগী চিকিৎসাধীন। পাহাড়ে স্থানীয়দের মধ্যে করোনা নেই। তাই আমরা ঠিক করেছি, পর্যটকদের কিছু নিয়ম মেনে চলতে বাধ্য করা হবে। অযোধ্যা পাহাড়ের হোটেল সংগঠনের সভাপতি মোহিত লাটা বলেন, কোভিড বিধি মেনে পর্যটনে কোনও আপস করছি না। ভ্যাকসিন না নেওয়া থাকলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের। তিনি বলেন, ইতিমধ্যে ভিড় বাড়তে শুরু করেছে পাহাড়ে। কোনও পর্যটন আবাসেই ঠাঁই নেই।

Latest article