নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পে দুর্নীতি হয়েছে৷ সংসদে কার্যত স্বীকারোক্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, দুর্নীতি এবং জালিয়াতির কারণে ১৮,৬০৬ হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন-ছয় মাসের মধ্যেও ভোট করা কঠিন, মত নির্বাচন কমিশনের, পাকিস্তান সংকট
শুধু তাই নয়, ২৯.৭২ কোটি টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। এমনকী প্রতারণামূলক আচরণ করার জন্য, ১৪৪টি হাসপাতালকে এই তালিকা থেকে বাদ দেওয়াও হয়েছে। যে প্রকল্প নিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচার করে মোদি সরকার, সেই প্রকল্পেও যে দুর্নীতির কালি লেগেছে, মানতে বাধ্য হল কেন্দ্র৷