বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন, হরিদেবপুর গুলিকাণ্ডে পুলিশের জালে অভিযুক্ত

Must read

হরিদেবপুরে (haridevpur shootout case) রাস্তায় মহিলাকে গুলির ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার সকাল হরিদেবপুরে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর সমস্ত তথ্য পুলিশের হাতে পেয়েছে বলে দাবি। গুলিকাণ্ডের পিছনে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন।

তদন্তে জানা গিয়েছে, মূল অভিযুক্ত আক্রান্ত মহিলার প্রতিবেশী তথা প্রেমিক। আক্রান্ত মহিলা মৌসুমী হালদার। তাঁর পুত্র সন্তানও রয়েছে। এদিকে বাবলুর স্ত্রী ৫ বছর আগে মারা গিয়েছে। তাঁর কন্যা সন্তান রয়েছে। মৌসুমী এবং বাবলু নাকি গোপনে বিয়েও সেরেছেন। তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকতো। তবে দিন কয়েক ধরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইতেন মৌসুমী। তার প্রতিশোধ নিতেই মৌসুমীকে প্রাণে মেরে ফেলার ছক কষেছিলেন বাবলু। গুলিবিদ্ধ হওয়ার পর মৌসুমী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃতের সংখ্যা বেড়ে ২০

ঘটনাস্থলে ফরেনসিক আসবে বলে গার্ড রেল দিয়ে ঘেরা হয়েছে। বাবলু মুরগী বিক্রেতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলছে ঘটনার (haridevpur shootout case) তদন্ত।

Latest article