পানাগড়ে (Panagarh) নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এবার অভিযুক্ত বাবলু যাদবকে আটক করল পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বর্ধমান থেকে তাঁকে আটক করেন তদন্তকারী অফিসারেরা।
প্রসঙ্গত, রবিবার রাতে সুতন্দ্রার মৃত্যুর পর সোমবার সাংবাদিক বৈঠক করে আসানসোল – দুর্গাপুরের পুলিশ কমিশনার জানিয়েছিলেন এটি রেষারেষির ঘটনা। কটূক্তি করার কোনও অভিযোগ সুতন্দ্রার গাড়িতে থাকা অন্য আরোহীরা করেননি। তবে সুতন্দ্রার গাড়ির চালক কটূক্তি করা হচ্ছিল বলে জানিয়েছেন। সোমবার দুপুরে কাঁকসা থানা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। এর পর বিকেলে বাবলু যাদবের বাড়িতে যায় পুলিশ। সেখানে তাঁকে পাওয়া না গেলেও রাতে বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন-ডব্লুপিএলে শীর্ষে দিল্লি
জানা গিয়েছে, বাবলু যাদব নামে যে ব্যক্তিকে পুলিশ আটক করেছে তিনি ওই সাদা গাড়িটি চালাচ্ছিল। তিনি ওই গাড়ির মালিক। বাবলু ছাড়াও গাড়িতে ছিল আরও চার জন। চারজনই বাবলুর কর্মচারী। ইতিমধ্যেই বাবলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আসলে সেদিন রাতে ঠিক কী ঘটেছিল সেটাও বিশদে জানার চেষ্টা চলছে। সুতন্দ্রা চট্টোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী। বাড়ি হুগলির চনন্দননগরে। সেদিন রাতে কাজের সূত্রে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সুতন্দ্রার সঙ্গীদের অভিযোগ, সাদা গাড়ির আরোহীদের টার্গেট ছিলেন সুতন্দ্রা। তাঁকে উদ্দেশ্য করে নানা অশালীন ইঙ্গিত করা হয়েছে। এরপরেই খোঁজ চালিয়ে আটক করা হয় বাবলুকে।