তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয়। রবিবার বিকেলের বিমানে সাংসদ সৌগত রায়ের সঙ্গী হয়ে গোয়া উড়ে গেলেন বাবুল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৮ তারিখ গোয়া সফরে যাবেন। তার আগে গোয়াতে সাংগঠনিক শক্তি বাড়াতে ও রাজনৈতিক পর্যালোচনা করতে গোয়া গেলেন বাবুল ও সৌগত।
ইতিমধ্যেই গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছে সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখানে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতী সহ-সভাপতি লুইজিনহ ফেরারিও নেতৃত্বে প্রত্যেকদিনই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই।
আরও পড়ুন: ত্রিপুরা: তিন শতাধিক কর্মী-সমর্থকের যোগদান তৃণমূল কংগ্রেসে, শুরু পুরভোটের প্রার্থী তালিকা তৈরির কাজ
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটারে গোয়াবাসীকে নতুন সরকার গড়ার ডাক দিয়ে সেখানকার প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতির দলের কর্মী সংগঠকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, গোয়ায় হবে নতুন সূর্যদয়, নতুন সকাল।
বছর ঘুরলেই গোয়ায় বিধানসভার নির্বাচন। সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরার পাশাপাশি গোয়া নিয়েও অত্যন্ত সিরিয়াস। তাই দলনেত্রীর গোয়া সফরের আগে একঝাঁক সাংসদ ও নেতাকে সেখানে পাঠিয়ে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে দল।