বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়। শনিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ান এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাবুল সুপ্রিয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভবানীপুরের ভোটের আগে বিজেপি বেশ বড় ধাক্কা খেল ।
আরও পড়ুন-পাহাড় থেকেই দেবের দুই ছবির ট্রেলার রিলিজ
কাল ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২০২১ বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে হেরে যায় বাবুল সুপ্রিয়। তারপরেই মোদি মন্ত্রিসভার রদবদলে জায়গা হয়না তার। ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। বাবুলের এই সিদ্ধান্তকে কটাক্ষ করে তথাগত রায়। টুইট করে তিনি লেখেন
“পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা।
বেচারা @SuPriyoBabul -র উপর রাগ করে আর কি হবে ? ও তো প্রথম বিশ্বাসঘাতক নয় ! শেষও নয়।
কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপূজা কখনো মতাদর্শকে হারাতে পারবে না। বিপদ কেটে যাবে।”
বাবুল সুপ্রিয়র তৃণমূল যোগদান নিয়ে স্বপন দাশগুপ্ত লেখেন, “আমি ভবিষ্যতের কথা বলতে পারব না, কিন্তু বাবুল সুপ্রিয় বিজেপির সম্পদ ছিলেন এবং আমি ব্যক্তিগতভাবে তাঁকে তাঁর দলের প্রতি কাজের জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের মতো যাদের জন্য বিজেপি আজীবন প্রতিশ্রুতিবদ্ধ, তাদের লড়াই চলবে – এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সেই লড়াই চালিয়ে যাবো।”
আরও পড়ুন-ছুটে আসছে ‘শব্দবাণ’, সাহস থাকলে জব্দ করুন
তার এই টুইটের উত্তরে বাবুল সুপ্রিয় স্পষ্ট করে জানান, “আপনি কি টুইট করেছেন এবং স্বপন দাসগুপ্ত কিভাবে পার্থক্য করেছেন তা দেখুন। তার আছে ক্লাস আর দুঃখজনকভাবে আপনারটা খুবই বেমানান। তোমার টুইটের বিষয়বস্তু এবং তোমার লেখা ভাষা তোমার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং একজন গভর্নরের উচ্চ পদ যা আপনার কাছে ছিল তার মর্যাদা থাকা উচিত।”
Check out the difference in what you have tweeted & what/how @swapan55 has•While his is class, sadly Your’s is very crass•The content of your tweets & the language u write shud be in sync with your age & the high post of a Governor u hv held•Knowing you as well as I do, https://t.co/REn590lUcH
— Babul Supriyo (@SuPriyoBabul) September 18, 2021