স্পিকার সময় দিলেন না, সাংসদ পদে ইস্তফা না দিয়েই কলকাতা ফিরছেন বাবুল সুপ্রিয়

Must read

সদ্য বিজেপি ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ানের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় । দলবদল করেই বাবুল জানিয়ে দিয়েছিলেন, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। সেইমতো দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন দিল্লিতে থাকার পরেও স্পিকারের সাথে দেখা না হওয়ায় দিল্লি থেকে কলকাতায় ফিরছেন বাবুল সুপ্রিয়। এর মানে হল সাংসদ পদ থেকে ইস্তফা আপাতত দেওয়া হচ্ছে না বাবুলের।

আরও পড়ুন-স্ট্রেট ব্যাটে ইমরানকে মুখতোড় জবাব দিলেন ভারতের স্নেহা

তিনি এই মর্মে জানিয়েছেন, ‘‘আমি ইস্তফা দিতেই গিয়েছিলাম।কিন্তু লোকসভার স্পিকার আমায় এখনও সময় দেননি। ব্যস্ত থাকায় তিনি সময় দিতে পারেননি বলে জেনেছি। ঠিক কবে নাগাদ স্পিকার সময় দেবেন, তার এখনই কোনও নিশ্চয়তা নেই। সাত দিন অপেক্ষা করলাম। এর পর উনি ফাঁকা সময়ে নিশ্চিত আমাকে সময় দেবেন। তখন কলকাতা থেকে আবার আসতে হবে, এই যা। ফলে পুরোটাই নির্ভর করছে লোকসভার স্পিকারের সুবিধা, অসুবিধার উপর। তাই আপাতত সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া হল না। দিল্লি থেকে কলকাতায় ফিরে আসছি। গাড়ি চালিয়ে ফেরার কথা ঠিক করেছি। দুর্যোগ ধেয়ে আসছে রাজ্যের দিকে। তাই আর অপেক্ষা করা যাবে না।’’

Latest article