রবিবাসরীয় প্রচারে মাতিয়ে দিলেন বাবুল, অধিকারী ও দিলীপকে নিশানা

নিজস্ব স্টাইলেই চলল জনসংযোগ ও প্রচার। ভোট বাজারে বিরোধী শিবির যখন কার্যত ধুঁকছে তখন কয়েক যোজন মাইল এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

Must read

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে আবারও পেগাসাস অধিকারী ও দিলীপ ঘোষকে একহাত নিলেন বাবুল সুপ্রিয়। বললেন, নির্বাচনের অনেক আগে থেকেই দলের সঙ্গে তাঁর সংঘাত চলছিল। গরুর দুধে সোনা, লাশ নামিয়ে দেব, এসব কথা মানতে পারছিলাম না। আবার ডিফেন্ডও করতে পারছিলাম না। এদিন পেগাসাস অধিকারী নিয়ে বলেন, বড় বড় কথা না বলে আগে ওর বাবা কোন দলে আছে বলুক। পদ আঁকড়ে কেন পরে আছে৷ পদত্যাগ করে জিতে আসুক দম থাকলে।

আরও পড়ুন-পি কে ব্যানার্জির প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

রবিবাসরীয় প্রচারে মাতিয়ে দিলেন বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। এদিন সকাল সকাল বাবুল পৌঁছে যান পার্ক সার্কাস ময়দানে। সেখানে তখন ছেলেমেয়ারা কিক বক্সিং ও ক্যারাটে প্রাকটিস করছিল। নিমেষে তাদের সঙ্গে নেমে যান প্র‍্যাকটিসে। তারাও খুশি বাবুল সুপ্রিয়কে পেয়ে।

এরপর বিভিন্ন এলাকায় ঘুরলেন বাবুল। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে৷ খেলা প্রেমি বাবুল এবার নেমে পড়লেন ফুটবল নিয়ে মাঠে। সঙ্গে একদল কচিকাঁচা। এরই মধ্যে বাবুলকে স্বাগত জানালেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন। উত্তরিয় পরিয়ে বললেন, এখান থেকে বিপুল ভোটে জিতবেন বাবুল। সকলে মিলে তাঁকে জেতাবেন কথা দিলেন।

আরও পড়ুন-পি কে ব্যানার্জির প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

সুগায়ক – কেন্দ্রে মন্ত্রী থাকা বাবুল জনসংযোগে তুখোড়। তাঁর নিজস্ব স্টাইলেই চলল জনসংযোগ ও প্রচার। ভোট বাজারে বিরোধী শিবির যখন কার্যত ধুঁকছে তখন কয়েক যোজন মাইল এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

Latest article