বিধায়ক পদে বাবুল সুপ্রিয়র শপথগ্রহণে অনুমতি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কিন্তু স্পিকার নয়, বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার- সেই অনুমতিই দিয়েছেন রাজ্যপাল। শনিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় (Jagdeep Dhankhar) লেখেন,”সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ থাকা ক্ষমতার বলে, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলাম ১৬১-বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথগ্রহণ করানোর”। এরপরই টুইটে রাজ্যপালকে ধন্যবাদ জানান বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল বিধায়ক (Babul Supriyo)। তবে, স্পিকারকে কাছে শপথ নিতে পারবেন না বলে ‘দুঃখ’ পেয়েছেন বলেও টুইটে লেখেন বাবুল।
WB Guv:
By virtue of the power vested in me by article 188 of the Constitution of India, Dr. Asish Banerjee, Deputy Speaker, WBLA is appointed as the person before whom Shri Babul Supriyo, elected from 161-Ballygunge Assembly constituency, shall make and subscribe an oath. pic.twitter.com/iTnaBRix1z
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 30, 2022
Thank you Sir•But with all gratefulness & respect you know I have for you for your kind gesture in a unsavoury 'situation', I confess with utter humility(& due respect to Hon'ble Dy Speaker)that I am sad that I hv been denied my pleasure to take the oath frm Honble Speaker Sir🙏 https://t.co/N4mb1BPoIr
— Babul Supriyo (@SuPriyoBabul) April 30, 2022
বিধায়কদের শপথগ্রহণ করানোর ক্ষমতা সাধারণত বিধানসভার স্পিকারদের দেন রাজ্যপালরা। কিন্তু ধনকড় তা নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। ফলে জয়ী প্রার্থীর শপথগ্রহণের অনুমতি তাঁর থেকেই নিতে হচ্ছে। তার জেরে রাজ্যপাল চাইলে নিজেই বিধায়ককে শপথগ্রহণ করাতে পারেন। বা তাঁর মনোনীত কেউ শপথগ্রহণ করাতে পারেন। সেই কারণে বাবুলের শপথগ্রহণের অনুমতির জন্য রাজভবনে চিঠি পাঠানো হয়। রাজ্যপাল শর্ত রাখেন, রাজ্যের বেশকিছু বিল ও প্রস্তাবের আলোচনার বিস্তারিত বিবরণ না পাওয়া পর্যন্ত তিনি শপথগ্রহণের অনুমতি দেবেন না। এই নিয়ে ফের রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের আবহ তৈরি হয়। অবশেষে শনিবার শপথের অনুমতি দিলেন রাজ্যপাল।
আরও পড়ুন: চোখে জল, বান্ধবীকে বিদায় জানিয়ে বেকার গেলেন জেলে