নিউজ ডেস্ক: বালিগঞ্জ উপ-নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়ে গেল বিজেপি-র। দুই আসনেই এবারের উপনির্বাচনে তাদের হয়েছে লজ্জাজনক পরাজয়। বালিগঞ্জে তৃতীয় স্থানে চলে গিয়েছে তারা। সব মিলিয়ে ভোটের ঝুলি একেবারে শূন্য বিজেপির। এর ফলেই বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানত বাজেয়াপ্ত হয়েছে । নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, এক জন প্রার্থী যদি মোট প্রদত্ত ভোটের ৬ ভাগের এক ভাগের থেকেও কম ভোট পান,তবে তাঁর জামানত জব্দ হয়। কেয়ার অবস্থা শোচনীয়। জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীরও। ১০ হাজারের গণ্ডি পেরিয়ে বিজেপি প্রার্থী পেয়েছেন ১২ হাজার ৯৬৭ ভোট। আর চতুর্থ স্থানে কংগ্রেসের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ১৯৫ ভোট।
আরও পড়ুন-শাসকদলকে বদনাম করার অপচেষ্টা, ওসির উপর চাপ সৃষ্টি করার ছক, সরব কুণাল ঘোষ
বালিগঞ্জের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তৃতীয় স্থানে বিজেপির থেকে সিপিএমের প্রাপ্ত ভোটের ফারাক বাড়ছে অনেকটাই। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৫০ হাজার ৭২২ ভোট আর সিপিএম প্রার্থী সায়রা হালিম পেয়েছেন ৩০ হাজার ৮১৮ ভোট। বাবুলের ব্যবধান ২০,২২৮ ভোটের। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা।
এই অবস্থায় বাবুল সুপ্রিয় নিজের টুইটার হ্যান্ডেলে বালিগঞ্জের সকলকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন। এবং সেখানে তিনি কেয়ার জামানত বাজেয়াপ্ত হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি লিখেছেন,’ ভুল ভুল,বিজেপি ইন্ডিয়া প্রার্থী আসলে তার জামানত হারিয়েছেন – জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, মোট প্রদত্ত ভোটের ৬% এর কম পাওয়ার জন্য.. এবং শুধুমাত্র চূড়ান্ত পরিসংখ্যানের জন্য• অবশেষে আমার মার্জিন ২০২২৮ভোট হওয়ার ঘোষণা করা হয়েছে• ধন্যবাদ বালিগঞ্জ, দিদির প্রতি কৃতজ্ঞতা’।
Mistake Mistake@!! The @BJP4India candidate actually lost her deposit – জামানত জব্দ হয়েছে, for getting less than 6% of the total votes cast.. and just for the final figures•My margin is finally announced to be 20228 votes•Thank you Ballygunge, Gratitude to Didi @MamataOfficial https://t.co/KMhyqQli86
— Babul Supriyo (@SuPriyoBabul) April 17, 2022