প্রতিবেদন : সম্প্রতি সাংসদ পদে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এবার দলের সংগঠনের কাজে গোয়ায় যাচ্ছেন তিনি। আগামী রবিবার, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তাঁর দ্বীপরাজ্যে যাওয়ার কথা। সেখানে বেশ কিছু কর্মসূচিতেও যোগ দেবেন প্রাক্তন সাংসদ।
তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানান, ”আমি ত্রিপুরায় গিয়েছি, এবার গোয়ায় যাচ্ছি। আরও অনেক রাজ্যে যাচ্ছি। ২০২৪-এর আগে আরও যাব। গোয়ায় আমি নিজেও যাচ্ছি। আমার সঙ্গে বাবুল সুপ্রিয়ও যাচ্ছেন।”
আরও পড়ুন : উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত্যু পাঁচ বাঙালি ট্রেকারের
অর্থাৎ, বাবুল সুপ্রিয়কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তৃণমূল সেটা সৌগতবাবুর বক্তব্যেই স্পষ্ট। এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই গোয়ায় বাবুলের যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, সাংসদ পদ ছাড়ার পর বাবুল তাঁর পুরনো দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন। dএকইসঙ্গে সাংসদ পদ আগলে রাখা নয়, তৃণমূলে যে তিনি মানুষের জন্যই কাজ করতে এসেছেন, তাও স্পষ্ট করে দিয়েছিলেন বাবুল।