দেওয়াল লিখে প্রচার বাবুলের

Must read

প্রতিবেদন : বাংলার উন্নতি চায় না বিজেপি। তাই কেন্দ্রে কোনও পূর্ণমন্ত্রী করেনি বাংলা থেকে। প্রতিবাদ জানিয়েছিলাম আমি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, তিনি বাংলার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিনই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়েন তিনি। নিজে হাতে দেওয়ালও লেখেন। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে প্রাথমিক বৈঠকও সেরে নেন। বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এদিন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন – ফের পেট্রোপণ্যের দামবৃদ্ধির ইঙ্গিত, ‘হোলি বাম্পার’ উপহার কটাক্ষ তৃণমূলের

বালিগঞ্জ কেন্দ্রে সুব্রতবাবু সাধারণ মানুষের কতটা আপনজন ছিলেন, সেই কথা তুলে ধরেন। বিজেপি নেতা দিলীপ ঘোষের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাঁর ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া, উনি আসলে নিজেকে রাজনীতির খোরাক করে ফেলেছেন। ক্ষমতা থাকলে খড়্গপুর থেকে আর একবার জিতে দেখান। বাবুল সুপ্রিয় বুঝিয়ে দিলেন, দিলীপ ঘোষ এখন ক্লোজ চ্যাপ্টার। তাঁকে নিয়ে মাথা ঘামাতে তিনি মোটেই রাজি নন।

Latest article