বাবরদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আক্রমের

আফগান ওপেনার রহমতুল্লা গুরবাজকে নিজের ব্যাট উপহার দেন পাক অধিনায়ক বাবর আজম। গুরবাজ ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন।

Must read

করাচি, ২৪ অক্টোবর : হারের হ্যাটট্রিক! টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে পাকিস্তান। যা পরিস্থিতি তাতে শেষ চারটে ম্যাচ জিততেই হবে সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রাখার জন্য। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের রেজাল্টের দিকে।

আরও পড়ুন-দলাই লামার সঙ্গে দেখা কিউয়ি দলের

এমন কঠিন সময়ে বাবর আজমদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ওয়াসিম আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক বলছেন, দেশের হয়ে বিশ্বকাপ খেলছে। অথচ বাবরদের দেখে সেটা বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে, দায়বদ্ধতা বলে কিছু নেই। পেশাদার দৃষ্টিকোণ থেকে দেখলে, দেশের হয়ে খেলার জন্য এরা অর্থ পাচ্ছে। তাই পারফরম্যান্স তো করতেই হবে। ক্ষুব্ধ আক্রম আরও বলেন, পাক ক্রিকেটারদের ফিল্ডিং ও ফিটনেস দেখুন! আমি শুরু থেকে বলছি, গত দু’বছর এই দলটার কোনও ফিটনেস টেস্ট হয়নি। কোনও কোনও ক্রিকেটারকে দেখে মনে হচ্ছে, প্রতিদিন আট কেজি করে খাসির মাংস খায়। মিসবা উল হক যখন কোচ ছিল, তখন নিয়মিত ফিটনেস টেস্ট হত। তার জন্য মিসবার উপরে অনেকেই বিরক্তি হত। এখন আর সেসবের বালাই নেই।

আরও পড়ুন-দু’বার এগিয়েও জয় অধরা মোহনবাগানের

এদিকে, আফগানিস্তানের কাছে হারের জন্য খারাপ ফিল্ডিংকেই কাঠগড়ায় তুলেছেন বাবর। পাক অধিনায়কের বক্তব্য, নিজেদের পারফরম্যান্সে আমি হতাশ। বিশেষ করে ফিল্ডিং করার সময় আমার অনেক সতীর্থকে দেখে মনে হয়েছে ওদের মন অন্যদিকে। জানি না ওরা কী ভাবছিল। বাবর আরও বলেন, সেমিফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল। এখন আমাদের কাছে সব ম্যাচই নকআউট। ডু ওর ডাই। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অম্লমধুর। তবে সোমবার ম্যাচ শেষ হওয়ার পর এক ক্রিকেটীয় সৌজনের সাক্ষী রইল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম। আফগান ওপেনার রহমতুল্লা গুরবাজকে নিজের ব্যাট উপহার দেন পাক অধিনায়ক বাবর আজম। গুরবাজ ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন।

Latest article