সংবাদদাতা, জলপাইগুড়ি : নদীর জলে ভেসে যাচ্ছে হস্তিশাবক। প্রাণ বাজি রেখে জলে ঝাঁপ দিয়ে শাবকটিকে বাঁচালেন গ্রামবাসীরা। সোমবার ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি নদী থেকে উদ্ধার করে ওই শাবককে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা মূর্তি নদীর মধ্যে ওই হস্তিশাবকটিকে ভেসে যেতে দেখেন।
আরও পড়ুন-বদলি-নীতিতে বদল আনল হাইকোর্ট
খবর দেওয়া হয় বন দফতরে। এরপর খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে হস্তিশাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি হাতির দল মূর্তি নদী পেরিয়ে চাপরামারি জঙ্গল থেকে কিলকোট চা-বাগানে গিয়েছিল। তখন নদীর জল কম ছিল। কিন্তু রাতভর মুষলধারে বৃষ্টির ফলে সব নদীতেই জল বেড়েছে সঙ্গে প্রচণ্ড স্রোত। সেই সময় সেই চা-বাগান থেকে ফেরার পথে মূর্তি নদী পেরোনোর সময় ওই হস্তিশাবকটি জলের স্রোতে ভেসে যায়। হস্তিশাবকটির বয়স আনুমানিক চার মাস বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন-হাওড়ায় নাকাতল্লাশি আরও জোরদার
হস্তিশাবকটিকে এই মুহূর্তে গরুমারা নিয়ে যাওয়া হয়েছে। বন দফতরের উত্তর মণ্ডলের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানিয়েছেন তাঁরা হস্তিশাবকটিকে গরুমারায় নিয়ে এসেছেন। সেই সঙ্গে তার শারীরিক চিকিৎসাও করাচ্ছেন। খাবার হিসেবে আপাতত কৌটোর দুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁরা হাতির ওই দলটির খোঁজে তল্লাশি শুরু করেছেন। তাঁরা চেষ্টা করছেন যাতে হস্তিশাবকটিকে ওই দলে ফিরিয়ে দেওয়া যায়।