প্রতিবেদন : নার্স পরিচয়ে বাসেই আলাপ। ফুলবাগানের বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে মায়ের চোখে ধুলো দিয়ে ৬ মাসের শিশুকে চুরি করে পালান ভাঙড়ের মহিলা। তদন্তে নেমে ৫ ঘণ্টার মধ্যে সেই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল ফুলবাগান থানার পুলিশ। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সন্ধ্যার মধ্যে অভিযুক্ত মহিলাকে ট্র্যাক করে ভাঙড়ের নিবুন্ধিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করলেন পুলিশ আধিকারিকরা। কী কারণে ওই মহিলা ৬ মাসের শিশুকে চুরি করেছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্ত কোনও শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-৪ হাজার কর্মীর সার্ভিস রেকর্ড ডিজিটাল সংরক্ষণের উদ্যোগ
জানা গিয়েছে, ভাঙড়ের ছেলেগোয়ালিয়া গ্রামের মঞ্জিলা বিবি সোমবার সন্তানকে নিয়ে বাসে করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন বিসি রায় শিশু হাসপাতালে। ওই বাসেই ছিলেন সাবিনা বিবি ওরফে শ্যামলী মণ্ডল নামে এক মহিলা। নার্স পরিচয়ে মঞ্জিলার সঙ্গে আলাপচারিতা বাড়ান শ্যামলী। হাসপাতালে টিকিট কাটা থেকে তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থাও করে দেন। চিকিৎসকের লিখে দেওয়া ওষুধ আনতে যাওয়ার সময় নিজের শিশুকে ভরসা করে সদ্য পরিচিত শ্যামলীর কাছে দিয়ে যান মঞ্জিলা। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে তাঁদের আর কোনও খোঁজ পাননি।
আরও পড়ুন-বিজেপির প্ররোচনায় নাটক রাজ্যপালের, এবার থানায় অভিযোগ করবেন কল্যাণ
দ্রুত তদন্তে নেমে পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শিয়ালদহ স্টেশনে শ্যামলীর খোঁজ পায়। জানা যায়, অভিযুক্ত মহিলা ভাঙড়ের জামিরগাছি থেকে শোনপুরের মধ্যে বাসে উঠেছিলেন। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার গুন্ডাদমন শাখা ফুলবাগান থানার পাঠানো সিসি ফুটেজ আশপাশের গ্রামগুলিতে ছড়িয়ে দেয়। তা দেখেই নিবুন্ধিয়া গ্রামের এক মুদি থানায় যোগাযোগ করেন। এরপরেই দুপুর সাড়ে চারটে নাগাদ পুলিশ মহিলার বাড়ি ঘিরে ফেলে ওই শিশুকে উদ্ধার করে। এবং গ্রেফতার করে শ্যামলীকে।

