নিট পরীক্ষায় খারাপ ফল, নিখোঁজ পোলবার সৌদীপ

নিটের ফলপ্রকাশের দিন থেকেই নিখোঁজ মেধাবী সৌদীপ। পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালি বাগের একমাত্র ছেলে।

Must read

সংবাদদাতা, হুগলি : নিটের ফলপ্রকাশের দিন থেকেই নিখোঁজ মেধাবী সৌদীপ। পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালি বাগের একমাত্র ছেলে। এবার নিট পরীক্ষা দিয়েছিল। হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। স্কুলে প্রথম থেকে ফার্স্ট হত সে। মাকে বলত ডাক্তার হতে চায়। সেই মতো পড়াশোনা শুরু করে। মক টেস্টগুলোতে খুব ভাল নম্বরও পায়। ৭২০ তে ৬৭০ নম্বর পায় শেষ মক টেস্টে। এরপর নিট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানায় ভাল হয়েছে পরীক্ষা। পাশ সে করবেই। কিন্তু নিটের ফলপ্রকাশের দিন অর্থাৎ ৪ জুন থেকেই নিখোঁজ সৌদীপ।

আরও পড়ুন-মাদকাশক্ত বন্দিদের জীবন বদলে দেবে বিবর্তন

দীপালিদেবী জানান, সন্ধ্যায় লুচি-তরকারি খাবে বলল। দোতলায় ছিল নিজের ঘরে। আটটা নাগাদ একটা শব্দ হল। আমি আর ওর বাবা গিয়ে দেখি ঘরে নেই। তারপর খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু সন্ধান মেলেনি। মা বলছেন, গত দু’বছর ধরে ছেলে খুব খেটেছে। বই মুখে দিয়ে পড়ে থাকত। আমরা কোনও চাপ দিতাম না। পরিশ্রম করেছিল, ওর বিশ্বাস ছিল নিটে সাফল্য পাবে। কিন্তু কী যে হল। সৌদীপের পিসতুতো দাদা ইন্দ্রজিৎ ধাড়া বলেন, ভাই ছোট থেকেই মেধাবী, যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবতে পারিনি। ওই দিন নিটের ফল বেরিয়েছে সেটা বাড়ির কেউ জানত না। পরে ওর এক বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারি ফল বেরনোর কথা। এবার শুনছি নিটের ফলাফলে অনেক দূর্নীতি হয়েছে। জানি না ঠিক কী হয়েছে। তবে ডাক্তারি পড়ার স্বপ্নভঙ্গ হওয়াতেই সৌদীপ বাড়ি থেকে চলে গিয়েছে বলেই তাঁদের ধারণা।
পোলবা থানায় নিখোঁজ ডায়েরির পর পুলিশ খোঁজ শুরু করেছে। এখনও কোনও সন্ধান মেলেনি। সৌদীপের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক সুজয় বাগ বলেন, ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক। দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই।

Latest article