পোড়ো বাড়ির চেহারা নিয়েছে আজিমগঞ্জ শাখার আহিরণ

রেলের অবহেলায় ধুঁকছে স্টেশন

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : রেল স্টেশন না পোড়ো বাড়ি বোঝার উপায় নেই। বিল্ডিংয়ে ফাটল। যত্রতত্র খসে পড়ছে প্লাস্টার। গা বেয়ে উঠছে আগাছা। আগাছা জন্মেছে কার্নিসে। স্টেশনের দু’পাশ জঙ্গলে ঢাকা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ নেই। যে কোনও সময় দুর্ঘটনার শিকার হতে পারেন যাত্রীরা। প্লাটফর্মের অবস্থাও তথৈবচ, ফাটল ধরে সিমেন্ট উঠে গর্ত হয়ে রয়েছে। বাতিস্তম্ভগুলো থেকে বেরিয়ে রয়েছে তার। রাতে জ্বলে না কোনও আলো। নেই নলকূপ, শৌচালয়। বেহাল টিকিট কাউন্টারও। সব মিলিয়ে কেন্দ্রের রেল দফতরের উদাসীনতায় ধুঁকছে আজিমগঞ্জ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন আহিরণ হল্ট (Ahiran Halt)। জঙ্গিপুর শহরের মধ্যেই এই হল্ট (Ahiran Halt) স্টেশনটির অবস্থান। রোজ বহু নিত্যযাত্রী এই স্টেশন ব্যবহার করেন। স্টেশন সংলগ্ন এলাকায় আলিগড় ক্যাম্পাস, আহিরণ ব্যারেজ। ফলে এক সময় মানুষের ভিড় লেগেই থাকত স্টেশন চত্বরে। গমগম করত স্টেশন। এখন কাউন্টারে টিকিট কাটতে যেতেও রীতিমতো ভয় পান যাত্রীরা। আশপাশে নতুন নতুন আবাসন গড়ে ওঠায় এলাকার লোকসংখ্যা বাড়ায় চাপ বেড়েছে স্টেশনের উপর। কিন্তু কমেছে পরিষেবা। জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের অভিযোগ, বিজেপি সরকার দেশের সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। কেন্দ্র চাইছে রেলকে বেচে দিতে। অনেক রেল স্টেশন ইতিমধ্যে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে। বাকিগুলো নষ্ট হচ্ছে কেন্দ্রের রেল মন্ত্রকের অবহেলায়।

আরও পড়ুন: বাংলায় স্পোর্টস বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Latest article