প্রতিবেদন: নেপথ্যের কোনও বিশেষ ঘটনা কিংবা কাউকে আড়াল করতেই কি সাজানো হল এনকাউন্টারের গল্প? মহারাষ্ট্রের বদলাপুরে কিন্ডারগার্টেন স্কুলের শৌচাগারে ২ শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে সোমবার রাতে গুলি করে মারে পুলিশ। পুলিশের বক্তব্য, তালোজা জেল থেকে বদলাপুরে নিয়ে যাওয়ার সময় রক্ষীর বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালায় অক্ষয়। জখম হন ২ পুলিশকর্মী।
আরও পড়ুন-কড়া নিরাপত্তার চাদরে মোড়া হল ভূস্বর্গকে, রাত পোহালেই দ্বিতীয় দফার নির্বাচন
আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় অক্ষয়ের। মৃতের মা সরাসরি অভিযোগ করেছেন, এনকাউন্টার নয়, খুন করা হয়েছে তাঁর ছেলেকে। সংশয়টা আরও বেড়েছে কারণ অক্ষয়কে লক্ষ্য করে গুলিটা চালিয়েছেন এনকাউন্টার স্পেশালিস্ট সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় শিন্ডে। প্রশ্ন উঠেছে ওই সময়ে ওই জায়গায় তাঁর উপস্থিতি নিয়ে। তা হলে কি এটা পূর্বপরিকল্পিত এনকাউন্টার? বিজেপির অসম, ত্রিপুরা, যোগীরাজ্যের মতো একই পথ ধরেছে গেরুয়া মহারাষ্ট্র? তা ছাড়া ইন্সপেক্টর সঞ্জয়ের বিরুদ্ধে অতীতে অন্য অভিযোগও উঠেছিল। তবে বদলাপুর-কাণ্ডে মূল অভিযুক্ত অক্ষয়ের মৃত্যুতে রীতিমতো খুশির হাওয়া বইছে স্থানীয় মানুষের মধ্যে।