প্যারিসে ব্যাডমিন্টন ও বক্সিংয়ের ব্যর্থতার দিনে মুখরক্ষা হকিতে, রুদ্ধশ্বাস জয়ে শেষ চারে ভারত

রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয়। আর এই জয়ের ফলে অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারত। এই জয়ের নায়ক গোলকিপার শ্রীজেশ।

Must read

প্যারিস, ৪ জুলাই : রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয়। আর এই জয়ের ফলে অলিম্পিক হকির সেমিফাইনালে উঠল ভারত। এই জয়ের নায়ক গোলকিপার শ্রীজেশ। প্যারিস অলিম্পিক যাঁর শেষ টুর্নামেন্ট। টাইব্রেকারে বার দুয়েক গোল বাঁচিয়ে ৪-২-এ জয় এনে দিলেন তিনি। গ্রেট ব্রিটেনের সঙ্গে এই ম্যাচে নির্ধারিত সময়ে ফল ছিল ১-১।
জয়ের পর শ্রীজেশ বলেন, চাপের ম্যাচ ছিল এটা। তবে আমি সেরাটা দিতে বদ্ধপরিকর ছিলাম। এই ফল হার্ড ওয়ার্ক ও ডেডিকেশনের হাত ধরে এসেছে। আসলে আজকের দিনটা ছিল আমাদের। সামনে আর্জেন্টিনা হোক বা জার্মানি, সেটা নিয়ে ভাবছি না। এরপর শ্রীজেশ নিজের সম্পর্কে বলেন, আমার সামনে আর দুটো ম্যাচ রয়েছে। আমাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে।

আরও পড়ুন-ব্যর্থ ব্যাটিং, ০-১ পিছোল ভারত

সেকেন্ড কোয়ার্টারের শুরুতে বিপজ্জনক খেলায় অমিত রুহিদাসকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিলেন রেফারি। তাঁর স্টিক গ্রেট ব্রিটেনের উইলিয়াম কালনানের মাথায় লেগেছিল। তারপর থেকে ভারত দশ জনেই খেলেছে। শেষ দুই কোয়ার্টারে গ্রেট ব্রিটেন যখন আক্রমণে ঝাঁজ বাড়িয়েছিল, তখনও দশ জনে খেলে গোল আগলেছে ভারত। মনে হয়নি তাঁরা দশজনে খেলছে।
সেকেন্ড কোয়ার্টার ছিল বেশ ঘটনাবহুল। ২২ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। এই সময় আক্রমণ প্রতি আক্রমণে খেলা বেশ জমে উঠেছিল। ভারত যেখানে চারটি পেনাল্টি কর্নার পেয়েছিল, সেখানে গ্রেট ব্রিটেন পেয়েছিল পাঁচটি। তবে হাফ টাইমের ঠিক আগে লি মর্টন গোল করে গ্রেট ব্রিটেনকে সমতায় ফিরিয়েছিলেন।

আরও পড়ুন-অসহযোগের নামে হাসিনার পদত্যাগ চেয়ে উত্তাল বাংলাদেশ

টাইব্রেকারে চার সুযোগে ভারত যেখানে চারটি গোলই করেছে, সেখানে গ্রেট ব্রিটেন দুটি সুযোগ নষ্ট করেছে। ভারতের হয়ে টাইব্রেকারে গোল করেছেন হরমনপ্রীত, সুখজিৎ, ললিত ও রাজকুমার। টোকিও অলিম্পিকেও এই গ্রেট ব্রিটেনকে হারিয়েছিল ভারত। দীর্ঘদিন পর সেবার হকির পদক এসেছিল ভারতে। এবারও সেই লক্ষ্যে এগোচ্ছেন হরমনপ্রীতরা।
এদিকে, রবিবার অলিম্পিক হকিতে বড় অঘটন ঘটিয়েছে স্পেন। অন্য কোয়ার্টার ফাইনালে গতবারের সোনাজয়ী বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে স্প্যানিশরা। রুদ্ধশ্বাস ম্যাচ ৩-২ গোলে জিতে নেয় স্পেন। ফলে ছিটকে গেল বেলজিয়াম।

Latest article