সংবাদদাতা, শিলিগুড়ি : হাল খারাপ দশ নম্বর জাতীয় সড়কের। এবার আকাশ পথেই বাগডোগরা থেকে সিকিম যাওয়ায় ব্যবস্থা। মিলবে বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা। প্রসঙ্গত বারংবার পর্যটকদের পাহাড়ি রাস্তার ধসের কবলে পড়তে হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটকদের সিকিম কিংবা গ্যাংটক যেতে ট্যুর বাতিল করতে হয় এবার সেই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছে পর্যটকেরা।
আরও পড়ুন-যদি চান বাংলাকে বাঁচাতে, ছুঁড়ে ফেলুন বাম-বিজেপিকে
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হলো বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার পরিষেবা। এই রুটে ২০ সিটের এমআই-১৭২ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে! পাশাপাশি একজন যাত্রীর জন্য একমুখী ভাড়া ধার্য করা হয়েছে ৪,৫০০ টাকা! প্রতিটি ফ্লাইটে সর্বোচ্চ ১০ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি থাকবে। গ্যাংটক যেতে হলে যাত্রীদের টিকিট বুকিংয়ের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্যাংটকের টিকিট কাউন্টার, এসটিডিসির এমজি মার্গ অফিস অথবা বাগডোগরা বিমানবন্দরের হেলিপোর্ট বুকিং অফিসে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।