তৃণমূলের হস্তক্ষেপে আবার ছন্দে বাগরাকোট চা-বাগান

চা-বাগানে আন্দোলন এবং রিলে অনশন পরবর্তীতে সোমবার মালবাজার মহকুমা শাসকের দফতরে এসে ডেপুটেশন প্রদান কর্মসূচি করা হয়।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : চা-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে লড়ে যাচ্ছে আইএনটিটিইউসি অনুমোদিত চা-বাগান শ্রমিক ইউনিয়ন। চলছে অবস্থান, প্রতিবাদও। লাগাতার আন্দোলনে এসেছে সাফল্য। কেটেছে অচলাবস্থা। ছন্দে ফিরছে বাগরাকোট চা-বাগান। বাগানের শ্রমিকদের বকেয়া পাঁচটি পাক্ষিক মজুরি, দশ শতাংশ বোনাস, পিএফের টাকা জমা না পড়া, বাগানের স্টাফ ও সাব স্টাফদের তিন মাসের বকেয়া বেতন ইত্যাদি বিষয়গুলিকে কেন্দ্র করে বাগানের শ্রমিকরা আন্দোলন করছিলেন।

আরও পড়ুন-আইএনটিটিইউসি প্রতিষ্ঠা দিবস, ঘাটালের প্রতিটি ব্লকে উদযাপন

চা-বাগানে আন্দোলন এবং রিলে অনশন পরবর্তীতে সোমবার মালবাজার মহকুমা শাসকের দফতরে এসে ডেপুটেশন প্রদান কর্মসূচি করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে মহকুমা শাসকের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেই বৈঠক থেকেই বেরিয়ে আসে সমাধানসূত্র। এদিনের বৈঠকে চা-বাগানের অচলাবস্থা কাটাতে লিখিত আকারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সব পক্ষই সম্মতি জানিয়ে সই করে। সমাধানসূত্রে উল্লেখিত হয়েছে আগামী কাল বাগানে শ্রমিকদের দুটি পাক্ষিক মজুরি প্রদান করা হবে কর্তৃপক্ষের তরফে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের আরও একটি পাক্ষিক মজুরি প্রদান করা হবে।

Latest article