অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : রায়গঞ্জ ব্লকের বাহিন রাজবাড়ি ‘হেরিটেজ’ (Heritage) তকমা পেতে চলেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতর থেকে প্রজেক্ট রিপোর্ট চেয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। তিনিও এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও দাবি করেছেন৷ খুব স্বাভাবিকভাবেই ‘হেরিটেজ’ (Heritage) তকমা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি জেলার ইতিহাসবিদরা।
আরও পড়ুন: রাজ্য সরকারের অভিনব প্রকল্প ‘জলধারিণী ডুয়ার্স’
রায়গঞ্জের ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ (Brindavan Ghosh) বলেন, “প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই স্থাপত্য বাঁচাতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিহার-বাংলা সীমান্ত এলাকায় অবস্থিত বাহিন রাজবাড়ি বলে খ্যাত হলেও এটি আদতে জমিদার বাড়ি। ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ির পুজো আজও প্রাসঙ্গিক। পুরনো স্থাপত্য বাঁচাতে প্রশাসন উদ্যোগ নিয়েছে। তা সত্যিই প্রশংসনীয়। আমরাও চাই পুরনো স্থাপত্য বেঁচে থাকুক।”
উল্লেখ্য, রায়গঞ্জ (Raiganj) শহর থেকে ১৫ কিলোমিটার দূরে নগর নদীর তীরে এই রাজবাড়ি জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন। কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ফলে নষ্ট হতে বসেছিল। খসে পড়েছে দেওয়ালের কার্নিশ। রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করার দাবিও ওঠে। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে এই রাজবাড়ি পেতে চলেছে হেরিটেজ তকমা। দ্রুত শুরু হবে কাজ।