প্রতিবেদন : লাটে উঠেছে আইনশৃঙ্খলা! পুলিশ পিটিয়েও বিজেপির ত্রিপুরায় একরাতে জামিনে মুক্ত অভিযুক্তরা! প্রশ্ন উঠছে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও। ত্রিপুরার ডবল ইঞ্জিন বিজেপি সরকারের অপদার্থতা নিয়েও প্রশ্নের শেষ নেই। বিরোধী দলগুলির অভিযোগ, বিজেপি শাসনে আইনশৃঙ্খলা পুরোপুরি পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছে ত্রিপুরায়। রাজ্যে আইনশৃঙ্খলার রক্ষক পুলিশকর্মী আক্রান্ত হওয়ার ঘটনাতেও অভিযুক্তদের এমন দ্রুত মুক্তিতে ত্রিপুরার কঙ্কালসার আইনশৃঙ্খলা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।
আরও পড়ুন-কলকাতায় বৃষ্টি শুরু, ১২ ঘণ্টার মধ্যে ‘মান্থা’
সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে ত্রিপুরার ওসি পেটানোর ভিডিও। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ একটি ক্লাবের কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বক্স বাজানো বন্ধ করায় রাস্তায় ফেলে ওসিকে কিল, চড়, লাথি, ঘুসি মারে ক্লাবের ছেলেরা। ঘটনায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হলেন— সুব্রত দেবনাথ (৪৫), লিটন দেবনাথ (৪০), আদিত্য দত্ত (৪৫), লিটন হাজারি (৪৫), অলক বণিক (৩৯), বিজয় বিশ্বাস (৩৯) এবং শ্রীভাষ সেন (৫২)। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩২, ১১৭(২), ১২১(২), ৩২৪(২), ১৯১(২) এবং ৩(৫)-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে একরাতের মধ্যেই তাদের জামিন হয়ে যায়!

