জাতীয়

জামিনে শুধু তথ্য নয়, কাজে লাগান বিবেকও : ডি চন্দ্রচূড়

প্রতিবেদন : শুধুমাত্র তথ্যের ভিত্তিতে নয়, জামিন দেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক এবং বলিষ্ঠ উপলব্ধিকে প্রাধান্য দিতে হবে। কারণ, তথ্যই সবসময় শেষ কথা বলে না। জামিন নামঞ্জুর নয়, জামিন দেওয়াকেই প্রাধান্য দিয়েছে সংবিধান। বিচারপতি এবং বিচারকদের প্রতি এই বার্তা দিলেন প্রধান বিচারপতি। আসলে বিচার প্রক্রিয়ার একটি কঠিন বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রশ্ন তুললেন বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের জামিন না দেওয়ার প্রবণতা নিয়েও। রবিবার এক অনুষ্ঠানে ভাষণপ্রসঙ্গে তাঁর মন্তব্য, অপরাধমূলক ঘটনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জামিন দেওয়ার ব্যাপারে দায়রা বিচারকরা ঝুঁকি নিতে চান না। সন্দেহের কোনও অবকাশ থাকলেই জামিন মঞ্জুর না করে নির্বিঘ্নে থাকতে পছন্দ করেন তাঁরা। প্রতিটি মামলার মোদ্দা কথাটা উপলব্ধি করার মতো বলিষ্ঠতার উপরে বিশেষ গুরুত্ব দেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: ২৮-এর প্রস্তুতিতে এবার নতুন পোস্টার-গান তৃণমূল ছাত্রদের

বার্কলে সেন্টার অন কমপ্যারেটিভ ইকুয়ালিটি অ্যান্ড অ্যান্টি ডিসক্রিমিনেশন-এর ১১ তম বার্ষিক সম্মেলনে এদিন ভাষণ দেন প্রধান বিচারপতি। বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। যুক্তি বা কারণের তোয়াক্কা না করে খামখেয়ালি গ্রেফতারের বিপজ্জনক দিক নিয়ে প্রশ্ন তোলেন তিনি। লক্ষ্য আসলে সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এবং অন্যান্য সরকারি এজেন্সিগুলো। সরাসরি না বললেও বিশেষজ্ঞদের মতে, সরকারি এজেন্সিগুলোর আনা মামলায় অভিযুক্ত কিংবা ধৃতদের জামিন দেওয়ার ক্ষেত্রে দায়রা বিচারকদের কুণ্ঠা বা অনীহার দিকেই আঙুল তুলেছেন তিনি। সমাজকর্মী, শিক্ষাবিদ এমনকী বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের, যাঁদের গ্রেফতারের নেপথ্যে রয়েছে বিশেষ উদ্দেশ্য বা রাজনৈতিক প্রতিহিংসা, তাঁদের ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা মাথা চাড়া দেওয়ায় ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ পেয়েছে তাঁর কথায়।
তাঁর বক্তব্য, যাঁর দায়রা আদালতেই জামিন পাওয়া উচিত, সেখানে তিনি জামিন না পেলে অবশ্যই দ্বারস্থ হবেন হাইকোর্টের। ঠিক তেমনই হাইকোর্ট জামিন না দিলে তিনি বিচার চাইতে যাবেন সুপ্রিম কোর্টে। এই অযথা কালবিলম্ব সমস্যাটাকে আরও জটিল করে তুলবে। বিশেষ করে যাঁদের গ্রেফতারের নেপথ্যে কোনও সুনির্দিষ্ট কারণ বা যুক্তি নেই, যাঁরা শুধুই বিশেষ উদ্দেশ্য বা খামখেয়ালিপনার শিকার।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago