চিত্রার জামিন

চিত্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নিজের পদ ও ক্ষমতাকে ব্যবহার করে বেশ কয়েকজন ট্রেডারকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন

Must read

শেয়ার সংক্রান্ত দুর্নীতির মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ। ইডির করা মামলায় বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। এর আগে এই শেয়ার দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছিল এনএসই-র প্রাক্তন সিইওকে।

আরও পড়ুন-জনবিরোধী বাজেট নিয়ে ক্ষোভ তুলে ধরল তৃণমূল

চিত্রার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নিজের পদ ও ক্ষমতাকে ব্যবহার করে বেশ কয়েকজন ট্রেডারকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এ সময়ই সেবির একটি নথি সামনে আসে। ওই নথিতেও চিত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। ২০১৪ থেকে ১৬ সালের মধ্যে এই আর্থিক কেলেঙ্কারি হয়েছিল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে চিত্রার বিরুদ্ধে একাধিক প্রমাণ ও হাতে পায় তদন্তকারীরা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

Latest article