জামিন বিধি সরল হোক

সেই জন্যই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, জামিন আইনে সরলীকরণ করার প্রয়োজন রয়েছে। আইন সংশোধন করুক কেন্দ্র।

Must read

নয়াদিল্লি : জামিন পাওয়ার নিয়ম সরল করতে কেন্দ্রীয় সরকারের নতুন আইন করা উচিত। বিচারাধীন বন্দিদের বিনা বিচারে দীর্ঘ সময় জেলে আটকে রাখা উচিত নয়, মনে করে দেশের শীর্ষ আদালত। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জামিন পাওয়ার জন্য কেন্দ্রকে সংশোধিত আইন আনতে বলেছে। জামিনের প্রক্রিয়া যাতে মসৃণ হয় সে কথাও ভাবতে বলেছে কেন্দ্রকে। সেই সঙ্গে গ্রেফতারের ক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলোকে ফৌজদারি দণ্ডবিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন-পালস অক্সিমিটারে বর্ণবৈষম্য!

বিচারপতি সঞ্জয় কিসান কাউল ও বিচারপতি এম এম সুন্দরেশ এই মন্তব্য করেছেন। তাঁদের কথায়, ভারতের জেলগুলি বন্দিদের ভিড়ে উপচে পড়ছে। দোষী সাব্যস্ত না হলেও এইসব বন্দিরা দিনের পর দিন জামিন না পেয়ে জেলে আটকে রয়েছেন। সেই জন্যই সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, জামিন আইনে সরলীকরণ করার প্রয়োজন রয়েছে। আইন সংশোধন করুক কেন্দ্র।

Latest article