সংবাদদাতা, রামপুরহাট : জেলার পাঁচটি পুরসভায় যে ওয়ার্ডে ভোট হবে, বিরোধীদের জামানত জব্দ হবে। প্যারাসুটে নেমে ভোট করা যায় না। বিরোধীদের লোক কই? — বললেন জেলাপরিষদের সহ সভাপতি বিকাশ রায়চৌধুরি। দশ দিন বাদে ভোট। তাই জেলার পাঁচটি পুরসভায় পাল্লা দিয়ে চলছে প্রচার। কখনও মিছিল করে, আবার কখনও বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার।
আরও পড়ুন-উন্নয়নের মন্ত্রে বনগাঁয় হবে সবুজ ঝড়
সিউড়ির দুই নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা রায় এবং বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অশোক চট্টোরাজ। সঙ্গে ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরি। অন্যদিকে, রামপুরহাটের পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মীনাক্ষী ভকত কখনও পথচলতি মানুষের কাছে নিজের ভোট প্রচার করছেন। বিলি করছেন দলীয় নকল ব্যালটের লিফলেট। রামপুরহাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মীনাক্ষী ভকত এবং ওয়ার্ডের কর্মী-সমর্থকরা জোরকদমে লেগেছেন।