ভাঙল নির্মীয়মাণ বেইলি ব্রিজ, তিস্তায় তলিয়ে গেল শ্রমিক

Must read

প্রতিবেদন: হুড়মুড়িয়ে ভেঙে পড়লে নির্মীয়মাণ বেইলি ব্রিজ (Bailey Bridge)। মঙ্গলবার সকালে কালিম্পং এবং সিকিম সীমান্তের তারখোলায় ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার ব্রিজটির উদ্বোধনের কথা ছিল । তার দু’দিন আগে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারখোলা এলাকায়। দুর্ঘটনার ফলে তিস্তায় তলিয়ে গিয়েছেন ২৬ বছরের শ্রমিক গুলাম সারোয়ার৷ গুরুতর আহত হয়েছেন আনাল আলি, তালিব আলি ও আনিয়া আকবর ৷ এই ঘটনায় বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করেন ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা । তাঁদের উদ্ধারের পর কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয় । পাশাপাশি নিখোঁজ শ্রমিককে খুঁজতে তল্লাশি শুরু হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসন।

আরও পড়ুন- পুলিশ আধিকারিককে ‘নির্লজ্জ’ আক্রমণ বিজেপি-র! প্রতিবাদ মুখ্যমন্ত্রীর

Latest article