Balason Bridge: বালাসন সেতু খুলছে ১ ডিসেম্বর

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : বেইলি ব্রিজের হাত ধরে খুব শিগগিরই স্বমহিমায় ফিরতে চলেছে বালাসন সেতু। ব্যাপক বৃষ্টিপাতে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। ৭ ও ৮ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুটি মাঝখানে বসে যায়। ফলে যান নিয়ন্ত্রণ শুরু করে শিলিগুড়ি পুলিশ। এখন কলকাতামুখী গাড়ি ফুলবাড়ি হয়ে নৌকাঘাট মোড় হয়ে তৃতীয় মহানন্দা সেতুর উপর দিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুতগতিতে কাজ চলছে সেতুর মেরামতের। জেলাশাসক নিজে তদারক করছেন। ৩০ নভেম্বরের মধ্যে সেতু মেরামতের কাজ শেষ হবে। খুলে যাবে ১ ডিসেম্বর।

আরও পড়ুন-Fox Tragedy: বিধানসভায় আর্তি শিয়াল থেকে বাঁচান

সাধারণ মানুষের সুবিধার্থে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেতুর দু’পাশে চালু হল হেল্প ডেস্ক। আপাতত মানুষ হেঁটে সেতু পার করছেন। যাঁরা দু’চাকার গাড়ি নিয়ে আসেন ব্রিজের একপাশে রেখে হেঁটে পেরিয়ে টোটো ধরেন। সুযোগ বুঝে টোটোচালকরা নাকি বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ।

জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া ঘোষ উদ্বোধন করলেন হেল্প ডেস্কের। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা। পাপিয়া বলেন, যতদিন না সেতুর উপরে বেইলি ব্রিজের কাজ শেষ হচ্ছে, ততদিন এই হেল্প ডেস্ক চালু থাকবে। সেখানে পানীয় জল, ফার্স্ট এইড বক্স, হুইলচেয়ার থাকছে।

Latest article