প্রতিবেদন : শান্তিপূর্ণভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে এবারে গণনার পালা। উৎসবের মেজাজে ভোটের পরে গ্রাম বাংলার মানুষের রায় প্রকাশ পাওয়ার অপেক্ষা। শনিবার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সিল করা ব্যালট বক্স নিয়ে গণনাকেন্দ্রের দিকে রওনা হন ভোটকর্মীরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে।
আরও পড়ুন-অগ্নিগর্ভ মণিপুরে ২৪ ঘণ্টায় এক পুলিশ কর্মী-সহ মৃত ৪
রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় গণনাকেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় নিয়মবিধি মেনে রাখা হয় স্ট্রংরুমে। মঙ্গলবার ১১ জুলাই গণনা পর্যন্ত স্ট্রংরুমে পাহারা এবং নজরদারির দায়িত্বে মূলত কেন্দ্রীয় বাহিনী। থাকছে রাজ্য পুলিশও। ভোটগ্রহণের সময়সীমা বিকেল ৫টায় শেষ হলেও বহু জায়গায় তারপরেও দেখা গিয়েছে উৎসাহী ভোটারদের দীর্ঘ লাইন। সেইসব কেন্দ্রে ভোট শেষ হতে লেগে যায় আরও বেশ কয়েকঘণ্টা। স্বাভাবিকভাবেই ব্যালট বক্স স্ট্রংরুমে পৌঁছতেও রাত হয়ে যায়। ব্যালট বক্স সুরক্ষিত জায়গায় রেখে এদিন রাতেই বাড়ির পথে পা বাড়ান ভোটকর্মীরা।
আরও পড়ুন-জঙ্গলমহল জুড়ে হল উৎসবের ভোট
তবে গণনা দু’দিন পরে হলেও গণনাকেন্দ্রগুলিতে এদিনই শুরু হয়ে যায় দ্বিতীয় দফার ব্যস্ততা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে চূড়ান্ত ফলাফল প্রকাশের যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। লক্ষণীয়, দীর্ঘ ২২ বছর পরে পাহাড়ে এবারে দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হল। শান্তি এবং উৎসবের আবহে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন এদিন।