ভারতের পাশে বালুচ-জনতা

Must read

প্রতিবেদন: ভারত-পাক উত্তেজনার আবহে ভারতের প্রতি পূর্ণ সংহতি জানাল বালুচিস্তানের (Balochistan) আমজনতা। ভারতের সমর্থনে দু’দেশের পতাকা হাতে পথে নেমে পড়েছেন বালুচিস্তানের সাধারণ মানুষ। বুকে প্ল্যাকার্ড নিয়ে তাঁরা বলছেন, সংহতির কোনও সীমানা নেই। সমাজমাধ্যমে তাঁদের বার্তা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তানের মানুষ এগিয়ে এসেছেন ভারতের প্রতি পূর্ণ সমর্থন নিয়ে। তাঁদের সাফ কথা, চিন সাহায্য করছে পাকিস্তানকে। কিন্তু বালুচিস্তান এবং তার জনগণ ভারত সরকারের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁদের বার্তা, আপনি একা নন, বালুচিস্তানের (Balochistan) ৬ কোটি পৃষ্ঠপোষক আপনার সঙ্গে।
লক্ষণীয়, স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে বালুচ লিবারেশন আর্মি। অতিসম্প্রতি বালুচ-বিদ্রোহীদের একের পর হামলায় নাস্তানাবুদ পাকিস্তান। ট্রেন হাইজ্যাক করে তারা গুলি করে মেরেছে পাকসেনাদের। বিস্ফোরণ ঘটিয়েও তারা মেরেছে পাকসেনা। ভারত-পাক সংঘর্ষ শুরুর কয়েকদিন আগেই তৎপরতা তুঙ্গে ওঠে বালুচ লিবারেশন আর্মির। ভারতের প্রত্যাঘাতের পরে ঘরে-বাইরে দিশাহারা হয়ে যায় পাকিস্তান। ভারতের সফল প্রত্যাঘাতের পরে রীতিমতো সেলিব্রেশন শুরু করে দেন বালুচিস্তানের নাগরিকরা। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এবারে ভারতের প্রতি সরাসরি সংহতি জানাল সেদেশের আমজনতা।

আরও পড়ুন-প্রতিহিংসা শেষপর্যন্ত আওয়ামি লিগকে নিষিদ্ধই ঘোষণা করল ইউনুসের সরকার

Latest article