বেশ কয়েক দশক ধরেই অশান্ত হয়ে রয়েছে বালোচিস্তান (Balochistan)। বালোচ স্বাধীনতাপ্রেমীরা বিভিন্ন সময়ে সেখানে পাক নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায়। অন্যদিকে কয়েক বছর ধরেই বালোচিস্তানে ঘাঁটি গেড়েছে ‘পাক তালিবান’। বিস্ফোরণ বা জঙ্গি হামলা নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত শুক্রবারও এমনই একটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালোচিস্তানের মাস্টাঙ এলাকার একটি মসজিদ। বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০।
আরও পড়ুন-‘যতদিন না প্রাপ্য আদায় পাব ততদিন লড়াই চলবে, শেষ দেখে ছাড়ব’ বিমানবন্দরে কেন্দ্রকে তোপ অভিষেকের
ইদ-এ-মিলাদ-নবি উপলক্ষে মসজিদ থেকে একটি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই শোভাযাত্রাতেই এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। শোভাযাত্রার মধ্যেই একটি পুলিশের গাড়ির কাছে এসে আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এই অবস্থায় ভারতের দিকে আঙুল তুলেছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগটি। তিনি জানান এই হামলায় ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের হাত রয়েছে । ইসলামাবাদের জন্য যদিও এটা নতুন নয়, এর আগেও একাধিক হামলার দায় ভারতের ঘাড়ে চাপাতে চেয়েছে তারা। তবে দিল্লি চিরকালই সেই সব অভিযোগ অস্বীকার করে এসেছে।
আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা
তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগটি এই বিষয়ে বলেন, ‘মাস্টাঙের বিস্ফোরণে যে আত্মঘাতী হামলা চালানো হয়, তার দোষীদের ধরতে সেনা, পুলিশ এবং সরকারের সব শাখা একসঙ্গে ঝাঁপাবে।’ এরপর তিনি অভিযোগ করেন, ‘এই হামলার পিছনে র-এর হাত হয়েছে।’