সংবাদদাতা, বালুরঘাট : ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন ১৪ সেপ্টেম্বর ডাঙ্গি এলাকা থেকে বিপ্লবী সরোজরঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে বালুরঘাটে তৎকালীন ইংরেজ সরকারের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন। সেখানে ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই আন্দোলনে বালুরঘাটের বিপ্লবীদের দাপটে কোণঠাসা ইংরেজকর্তারা ভয়ে পালিয়ে যান বালুরঘাট ছেড়ে।
আরও পড়ুন: TMC : শিলিগুড়িতে জনসংযোগ
বিপ্লবীদের পরাক্রমে বালুরঘাটের মাটিতে তিনদিন ধরে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই থেকে প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দিনটি বালুরঘাট দিবস (Balurghat Diwas) পালিত হলেও স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে ছিল না স্থায়ী স্মৃতিসৌধ। তা নির্মাণের দাবি উঠছিল। জেলাশাসক উদ্যোগ নিয়ে এটি তৈরি করেন। বৃহস্পতিবার বালুরঘাটে জেলা সমাহর্তালয় ভবনচত্বরে বালুরঘাট দিবস (Balurghat Diwas) উদযাপন কমিটির ব্যবস্থাপনায় তার উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানি। ছিলেন অতিরক্ত জেলাশাসক বিবেক কুমার, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে, মহকুমা শাসক সুমন দাশগুপ্ত, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযূষকান্তি দেব।