সেরা থানার শিরোপা পাচ্ছে বালুরঘাট

থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শান্তিনাথ পাঁজা বলেন, পুলিশ কর্মীরা আরও অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন। দায়িত্ব আরও বেড়ে গেল।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : পরিষেবার নিরিখে জেলা হাসপাতালের পর এবার থানা। রাজ্যের মধ্যে সেরা থানার শিরোপা পাচ্ছে বালুরঘাট থানা। একাধিক বিষয়ে মূল্যায়নের নিরিখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিবছর সেরা জেলা এবং সেরা থানাকে প্রতিযোগিতার মাধ্যমে চয়ন করে পুরস্কৃত করা হয়। যে মূল্যায়নের তালিকার নিরিখে পরিষ্কার-পরিচ্ছন্নতা, থানা ভবনের পরিকাঠামো, ক্রাইমের পরিসংখ্যান, থানা পরিচালনার অভ্যন্তরীণ কাজ, নাগরিক পরিষেবা, মহিলা হেল্প ডেস্ক, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার, কমপ্লেন বক্স এবং সামগ্রিক আইন শৃঙ্খলার মতো একাধিক বিষয় রয়েছে।

আরও পড়ুন-অলচিকি ভাষা এবার পড়ানো হবে ডিগ্রি কোর্সে

সূত্র মারফত প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাট থানাকে নির্বাচিত করে বালুরঘাট থানার নাম পাঠানো হয় মালদা ও বালুরঘাট রেঞ্জে। সেখান থেকে নির্বাচিত হয়ে বালুরঘাট থানার নাম পৌঁছয় উত্তরবঙ্গে জোনে। এরপর উত্তরবঙ্গের সমস্ত জেলার থানার মধ্যে নির্বাচিত হয়ে বালুরঘাট থানার নাম পৌঁছয় রাজ্য স্তরের চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত পর্যায়ে ২০২১ সালের নিরিখে ৩টি থানার মধ্যে বালুরঘাট থানা সেরা থানা হিসাবে নির্বাচিত হয়। ৫০০ নম্বরের মধ্যে বালুরঘাট থানার প্রাপ্ত নম্বর ৪৬৯। থানার ভারপ্রাপ্ত পরিদর্শক শান্তিনাথ পাঁজা বলেন, পুলিশ কর্মীরা আরও অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন। দায়িত্ব আরও বেড়ে গেল।

Latest article