টানা বৃষ্টিতে ভাঙল বাঁশের সাঁকো, গড়ে তোলার উদ্যোগ

কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে কোচবিহারের তোর্সা নদীতে। বেশ কিছু এলাকার চর ডুবে গিয়েছে জলের তলায়।

Must read

সংবাদদাতা, কোচবিহার : টানা বৃষ্টিতে ভাঙল বাঁশের সাঁকো। নৌকাতে ভরসা করেই তোর্সা নদীতে যাতায়াত করতে হবে বাসিন্দাদের। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছে কোচবিহারের তোর্সা নদীতে। বেশ কিছু এলাকার চর ডুবে গিয়েছে জলের তলায়। কোচবিহারের ফাঁসিরঘাট এলাকায় খুব অল্প সময়ে শহর থেকে ওপারে যাওয়ার টাপুরহাট সুটকা বাড়ি এলাকার একমাত্র রাস্তা ফাঁসিরঘাটের বাঁশের সাঁকো। প্রতিদিনই হাজার হাজার লোক এই পথে যাতায়াত করে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তোর্সার।

আরও পড়ুন-দুই তারকাকে দেখছেন না সানি, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ

এই জল বাড়ার কারণে প্রায় ভেঙে যেতে বসেছে বাঁশের সাঁকো। কিছুটা অংশ ভেঙেও গিয়েছে। তবুও ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ও নদীর জল পেরিয়ে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, প্রতিদিনই এই পথ ধরে হাজার হাজার লোক যাতায়াত করে। তাতে অনেকটা সময় কম লাগে। যদিও সড়কপথ রয়েছে। সেটা দিয়ে পৌঁছতে গেলে প্রায় ১৫ কিলোমিটার ঘুরপথে বাড়ি পৌঁছতে হয়। প্রতিবার বর্ষা এলেই ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। নদীর জল বেড়ে যাওয়ায় এই পথ আর ব্যবহার করা যায় না। নৌকা চলাচল করে। তবে নদীর জল বেশি থাকায় তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। প্রশাসন খবর পেয়ে সাঁকো মেরামতির উদ্যোগ নিচ্ছে। দ্রুত কাজ শুরু করা হবে।

Latest article