নয়াদিল্লি : ল্যাপটপ, ট্যাবলেট এবং ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা কম্পিউটার আমদানির ওপর কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড- এর তরফে ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট আমদানি সীমাবদ্ধকরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে জারি হয়েছে নোটিশ। যে সমস্ত সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির আমদানি করতে হলে এবার থেকে বৈধ লাইসেন্স প্রয়োজন হবে।
আরও পড়ুন-ফের সেই যোগীরাজ্য! নাবালিকা নিগ্রহ ও খুন
বাণিজ্যমন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে, ‘একটি কম্পিউটার অথবা ই কমার্স সংস্থা থেকে কুরিয়ার অথবা ডাকের মাধ্যমে কেনা কম্পিউটারের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।’ ব্যাগেজ বিধির আওতায় আমদানি করা হলে সেক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বৈদেশিক বাণিজ্য বিভাগ। কেন্দ্রের বাণিজ্য ও শিল্পমন্ত্রক সাফ জানিয়েছে, ‘ব্যাগেজ বিধির আওতায় এই আমদানির নয়া বিধি লাগু হচ্ছে না। যে ব্যাগেজ বিধি সময়ে সময়ে পরিবর্তিত হয়।’
আরও পড়ুন-মণিপুর নিয়ে নীরব মোদি, কথা উনি কোনও দিনই রাখেন না
মন্ত্রক বলেছে, ‘১টি ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পার্সোনাল কম্পিউটার বা আল্ট্রা স্মল ফর্ম ফ্যাক্টর কম্পিউটার আমদানির জন্য ইমপোর্ট লাইসেন্সিং প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’ ফলে, ই-কমার্স থেকে ডাক বা কুরিয়ারের মাধ্যমে এগুলি ক্রয় করার প্রক্রিয়ায় এর প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা, মেরামত অথবা পুনরায় রফতানির জন্য কেনা সামগ্রীর ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি সেই সামগ্রী বিক্রি করার জন্য না হয় তাহলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত লাইসেন্স বা অন্যান্য কড়াকড়ি প্রযোজ্য হবে না। তবে নিশ্চিত করতে হবে যে, এই সমস্ত সামগ্রী বিক্রি করা হবে না।