আজ থেকে দেশ জুড়ে বন্ধ ৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক

Must read

প্রতিবেদন : ৭৫ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিকের (Plastic) ব্যাগ যা মাত্র একবারই ব্যবহার করা যায় তা আজ শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের কম ঘনত্বের এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সামগ্রী এ দেশে নিষিদ্ধ হতে চলেছে। এই ধরনের প্লাস্টিকের (Plastic) ক্যারিব্যাগ ব্যবহার করা হলে তা এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক একটি নির্দেশিকায় জানিয়েছে, পলিস্টিরিন-সহ যে কোনও ‘সিঙ্গল ইউজ়’ প্লাস্টিকের উৎপাদন, বিক্রি, আমদানি ও বিতরণ ১ জুলাই ২০২২ থেকে নিষিদ্ধ করা হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে ১২০ মাইক্রনের পলিথিন ব্যাগ ব্যবহার করতে হবে। ফলে একবার ব্যবহারের প্লাস্টিকে তৈরি মিষ্টির বাক্স, কাপ, চামচ, ছুরি, বাটি, সিগারেটের প্যাকেট, আইসক্রিমের কাঠি সবই নিষিদ্ধের তালিকায় পড়বে।

আরও পড়ুন:মণিপুরে ধস নেমে মুছে গেল সেনাচৌকি, মৃত ৮ নিখোঁজ ৬০

কেন এই নিষেধাজ্ঞা? ৭৫-এর কম মাইক্রনের প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য নয়। ফেলে দেওয়ার পরে সেগুলি খুব ছোট ছোট ভাগে ভেঙে যায়। তখন আর আলাদা করে সরানো যায় না। মিশে যায় বিভিন্ন খাদ্যসামগ্রীতে। অনেকে প্লাস্টিক জড়ো করে পুড়িয়ে দেন। ওই ভাবে প্লাস্টিক পোড়ালে স্টাইরিন বা ডাইঅক্সিনের মতো ‘কার্সিনোজেনিক’ উপাদান তৈরি হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে। যা থেকে ক্যানসার হতে পারে। আর এই কারণেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক এই প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে।

আরও পড়ুন: বিধানচন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article