দুই ভারতীয় মশলায় নিষেধাজ্ঞা নেপালে, এভারেস্ট ও এমডিএইচ সংস্থার পণ্য

এসব মশলায় কীটনাশক ইথিলিন অক্সাইড থাকতে পারে এমন আশঙ্কার মধ্যেই নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

Must read

প্রতিবেদন: গুণমান নিয়ে গুরুতর অভিযোগ। সেজন্য সিঙ্গাপুর (Singapore) এবং হংকংয়ের পর এবার ভারতের প্রতিবেশী দেশ নেপাল দুই ভারতীয় মশলার ব্র্যান্ডকে নিষিদ্ধ ঘোষণা করল। রান্নার মশলা প্রস্তুতকারী এই দুটি ব্র্যান্ড হল এভারেস্ট এবং এমডিএইচ। এদের তৈরি পণ্য বিক্রয়, ব্যবহার এবং আমদানি নিষিদ্ধ করার ঘোষণা করল নেপাল সরকার। এসব মশলায় কীটনাশক ইথিলিন অক্সাইড থাকতে পারে এমন আশঙ্কার মধ্যেই নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন-বুলেট ট্রেন নিয়ে খোঁচা তৃণমূলের

ইতিমধ্যে মশলায় ইথিলিন অক্সাইডের তদন্তও শুরু হয়েছে। নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, এমডিএইচ এবং এভারেস্টের মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। নেপালের বাজারেও ইতিমধ্যে ওই মশলা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ওই মশলাগুলিতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এমন পদক্ষেপ। মশলার গুণমান খতিয়ে দেখতে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে। ভারতে এমডিএইচ এবং এভারেস্টের নাম কয়েক দশক ধরে সাধারণ মানুষের মধ্যে অতি পরিচিত। এই দুই ব্র্যান্ডের রান্নার মশলাই মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের অনেক দেশে রফতানি হয়। আর সে-কারণেই ব্রিটেন, নিউজিল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশেও এমডিএইচ এবং এভারেস্টের মশলার তদন্ত শুরু হতে পারে বলে খবর। আন্তর্জাতিক ক্ষেত্রে এ-ধরনের পদক্ষেপ এদেশে খাদ্যের গুণমান যাচাই করার কেন্দ্রীয় সংস্থার কার্যকারিতা এবং পরীক্ষার মাপকাঠি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Latest article