বন্দে ভারত, বিজেপির নিন্দায় কেন্দ্রীয় মন্ত্রী

এদিকে রেল দফতরের পর কেন্দ্রীয় মন্ত্রী এমন কথা বললেও বঙ্গ বিজেপি সহ রাজ্যের বিরোধীরা বন্দে ভারতে পাথর ছোঁড়ার অপপ্রচার চালিয়ে ঘৃণ্য রাজনীতি করে চলেছে।

Must read

সংবাদদাতা, হাওড়া : বন্দে ভারতে পাথর ছোঁড়া নিয়ে বিজেপি সহ বিরোধীরা ঘৃণ্য রাজনীতি করে বাংলাকে অপমান করার চেষ্টা করছে। যদিও রেলের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বন্দে ভারতে পাথর ছোঁড়ার কোনও ঘটনা ঘটেনি। এবার কেন্দ্রের পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলও হাওড়ায় বললেন, বন্দে ভারত নিয়ে এই ধরনের ঘটনা অন্যায়। কোনওরকম অপপ্রচার কাম্য নয়। সেইসঙ্গে ঝাড়খণ্ড বা বিহার কিংবা যেকোনও রাজ্যেই বন্দে ভারতে পাথর ছোঁড়া অন্যায়।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মী সম্মেলনে নেতাদের পরামর্শ

এইরকম বিষয়কে নিয়ে যেন কোনও মিথ্যা রটানো না হয় সেই দিকেও আমাদের সবাইকে নজর রাখতে হবে। মঙ্গলবার ভোরে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে মালদহ যান কেন্দ্রীয় মন্ত্রী। তখনই সাংবাদিকদের তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মনে রাখতে হবে তারাও দেশের নাগরিক। দেশের উন্নয়নে তাদেরও অবদান আছে। বন্দে ভারতে পাথর ছুঁড়ে বা এই ধরনের ঘটনাকে নিয়ে অপপ্রচার চালানো ভুল কাজ। অত্যন্ত অন্যায়। এই থেকে সবাইকে বিরত থাকতে হবে। এই ধরনের ঘটনা না ঘটিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করুক তারা। তবেই দেশ এগিয়ে যাবে। এদিকে রেল দফতরের পর কেন্দ্রীয় মন্ত্রী এমন কথা বললেও বঙ্গ বিজেপি সহ রাজ্যের বিরোধীরা বন্দে ভারতে পাথর ছোঁড়ার অপপ্রচার চালিয়ে ঘৃণ্য রাজনীতি করে চলেছে। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যের পর বঙ্গ বিজেপির মুখ আরও একবার পুড়ল বলে রাজনৈতিক মহলের অভিমত।

Latest article