নবজোয়ারে ভেসে গিয়েছেন অভিষেক, আশীর্বাদ-ভালোবাসায় হাতে বাড়ছে ব্যান্ডেডের সংখ্যা

Must read

টানা ৬০ দিন কলকাতা ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে কোচবিহার-কাকদ্বীপে ‘জনসংযোগ যাত্রা’ করবেন তিনি। ২৫ এপ্রিল থেকে তিনি জনসংযোগ যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখতে রাস্তার দুধারে জনজোয়ার। নিরাপত্তার সব বেড়া ভেঙে এগিয়ে চলেছেন অভিষেক। শিশুদের দেখলে জড়িয়ে ধরছেন। কখনও কোলে, কাঁধে তুলে নিচ্ছেন, হাত মেলাচ্ছেন মানুষের সঙ্গে। এদিকে উত্তরবঙ্গে অভিষেকের জনসংযোগ যত এগিয়েছে, ততই দেখা যাচ্ছে, তাঁর হাতের আঙুলে বেড়েছে ব্যান্ডডের সংখ্যা। সংখ্যাটা বাড়তে বাড়তে গিয়ে পৌঁছেছে তিন-চারে। কিন্তু কেনই বা ব্যান্ডেড পড়েছে অভিষেকের (Abhishek Banerjee) হাতে?

জানা গিয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Nobo Jowar) কর্মসূচিতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কখনও আবার গাড়ির ছাদে উঠেছেন। স্থানীয় বাসিন্দার বাড়িতে পাত পেড়ে মাছ-ভাত খেয়েছেন। চা খেয়েছেন বাড়ির উঠোনে বসে। নীবিড় জনসংযোগে সব জায়গাতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন অভিষেক। তাঁকে দেখতে উৎসাহী জনতার ভিড় রাস্তাজুড়ে। রাস্তা ধরে এগোতে এগোতে হাত মেলাচ্ছেন সবার সঙ্গে। কেউ কেউ আবার ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে প্রিয় নেতার হাত ধরে টেনে ফেলছেন। ফলে চোট লেগে যাচ্ছে অভিষেকের হাতের আঙুলে। কখনও আবার হাতের নখ লেগেও কেটে যাচ্ছে। সবমিলিয়ে অভিষেকের হাতে বেড়ে চলেছে ব্যান্ডেড-এর সংখ্যা। সেই সংখ্যাটা পৌঁছেছে তিন-চারে!

বৃহস্পতিবার, মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গ সফর শেষ হবে। সেখানেই ইংলিশ বাজারে বিকেল ৪টে নাগাদ জনসভায় অভিষেকের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সভায় বক্তব্যও রাখবেন তৃণমূল সুপ্রিমো। প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, তারপর বিকেলে ইংলিশ বাজারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: অধীর অপেক্ষায় মালদহ, প্রশাসনিক সভার প্রস্তুতি

Latest article